Advertisement
Advertisement

Breaking News

জল বাড়ছে ব্রহ্মপুত্রে, ভারতে বন্যা সতর্কতা জারি করল চিন

ভাসতে পারে অসম-অরুণাচল৷

China issues flood alert in Brahmaputra
Published by: Tanujit Das
  • Posted:August 31, 2018 8:59 am
  • Updated:August 31, 2018 9:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত জল বেড়েই চলেছে চিনের সাঙ্গপো নদীতে৷ যার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতে৷ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে অসম ও অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায়৷ এমনই সতর্কতা জারি করল চিনা প্রশাসন৷ চিনের সাঙ্গপো নদীই অরুণাচল প্রদেশে সিয়াঙ্গ ও অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত৷ ফলে সাঙ্গপো জল বাড়লে, সমানুপাতিক হারে জল বাড়বে সিয়াঙ্গ ও ব্রহ্মপুত্রে৷ ইতিমধ্যে এই বিষয়ে আগাম সতর্কবার্তা পৌঁছে গিয়েছে ভারতের জল-সম্পদ মন্ত্রকের কাছে৷ যার পরেই তৎপর হয়েছে কেন্দ্রে৷

[চার ইঞ্চি হিল পরে বাগানে মাটি খুঁড়ছেন মেলানিয়া, নেটদুনিয়ায় শোরগোল]

Advertisement

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত চলছে চিনে৷ যার ফলে ফেঁপে উঠেছে চিনের অনেক নদীই৷ সেখানকার অনেক অঞ্চলই বর্তমানে জলের তলায়৷ চলতি বছর, গত দেড়শো বছরের রেকর্ড ভেঙে দিয়েছে চিনের এই সাঙ্গপো নদী৷ বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে এই নদীর জল৷ এখনও পর্যন্ত এই নদীর উপর তৈরি বাঁধ থেকে ৯০২০ কিউমেক জল ছেড়েছে চিনা প্রশাসন৷ অরুণাচল প্রদেশে সিয়াঙ্গ ও অসমে ব্রহ্মপুত্র নদ দিয়ে যা প্রবেশ করেছে ভারতে৷ আশঙ্কা, ছাড়া হতে পারে আরও কয়েক কিউমেক জল৷ যার ফলে ভারতের অরুণাচল ও অসমের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে৷

[উড়বে শত্রুর রাতের ঘুম! গোপনে ‘রোবোকপ’ বাহিনী গড়ছে পুতিনের দেশ]

নুগেশা, ইয়ংকান ও নুশিয়া এই তিনটি হাইড্রোলজিক্যাল স্টেশন থেকে ভারতের সঙ্গে সম্পর্ক রাখছে চিন৷ সেখান থেকেই ভারতে পাঠান হচ্ছে যাবতীয় তথ্য৷ ইতিমধ্যে, অরুণাচল প্রদেশের সিয়াঙ্গ নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে৷ নদীর আশপাশ থেকে অন্যত্র সড়ে যেতে শুরু করেছে মানুষ৷ যদিও সেন্ট্রাল ওয়াটার কমিশনের দাবি আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ প্রশাসন যথেষ্ট সজাগ৷ তাঁরা যথাযথ ব্যবস্থা নিচ্ছে৷ নুগেশা, ইয়ংকান ও নুশিয়া এই তিনটি হাইড্রোলজিক্যাল স্টেশন থেকে ভারতের সঙ্গে সম্পর্ক রাখছে চিন৷ সেখান থেকেই ভারতে পাঠানো হচ্ছে যাবতীয় তথ্য৷ ইতিমধ্যে, অরুণাচল প্রদেশের সিয়াঙ্গ নদীর পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের আতঙ্ক তৈরি হয়েছে৷ যদিও সেন্ট্রাল ওয়াটার কমিশনের দাবি আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ প্রশাসন যথেষ্ট সজাগ৷ তাঁরা যথাযথ ব্যবস্থা নিচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement