Advertisement
Advertisement

Breaking News

অরুণাচল সফরের বিরোধিতা করায় চিনকে কটাক্ষ দলাই লামার

দলাই লামার অরুণাচল সফর নিয়ে গত কয়েকদিন ধরেই একের পর এক হুমকি দিয়েছে চিন৷

China is fooling its own people over Arunachal visit, says Dalai Lama
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 8, 2017 3:36 pm
  • Updated:December 16, 2019 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা শনিবার তাঁর অরুণাচল প্রদেশ সফর প্রসঙ্গে চিনের তীব্র সমালোচনা করলেন৷ ৮১ বছরের এই নোবেল লরিয়েট জানান, চিন তাঁর অধ্যাত্মিক সফরকে রাজনৈতিক সফর বলে সুর চড়ানোয় তিনি অবাক নন৷ কারণ এটাই চিনের চরিত্র৷ এমনকী, তাঁর সম্পর্কে চিনের সাধারণ মানুষকে সে দেশের কমিউনিস্ট সরকার ভুল বোঝাচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন দলাই লামা৷

তাঁর তাওয়াং সফর নিয়ে প্রবল আপত্তি চিনের৷ বেজিংয়ের দাবি, নয়াদিল্লি দলাই লামাকে স্বাধীনভাবে সে দেশে ঘুরতে দিলে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবল আঘাত লাগবে৷ তাওয়াংকে এখনও বলে ভাবে বেজিং৷ এই প্রসঙ্গেই দলাই লামা এদিন বলেন, “আমার ধর্মীয় সফরের গায়ে রাজনতিক রং লাগাচ্ছে চিন৷ কারণ এটাই ওদের স্বভাব৷” তিনি আরও বলেন, “চিনা আধিকারিকরা আমার সঙ্গে থাকলে তাঁদের আমি দেখাতে পারতাম এই সফরে আমি কী কী করছি৷”

Advertisement

দলাই লামাকে অরুণাচলে ঢুকতে দেওয়ায় পাল্টা কাশ্মীরের পরিস্থিতি আরও ঘোরাল করে তোলার হুমকি দিয়েছে চিনা সরকার। চাইলেই কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করতে পারে চিন, দাবি সে দেশের সরকারি সংবাদমাধ্যমের। এমনকী, গ্লোবাল টাইমসে তো এও বলা হয়েছে, “ভারতের চেয়ে চিনের জিডিপি ঢের বেশি। সেনাবহরেও ভারতের চেয়ে বহুগুণ শক্তিশালী চিন। চোখের পলক ফেলার আগে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে যাবে চিনা মিলিটারি। আর ভারতের প্রতিবেশীরা (পড়ুন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার-সহ অন্যান্য দেশ) চিনের ভাল বন্ধু। যুদ্ধ বাধলে বেজিং কি নয়াদিল্লির কাছে হেরে যাবে বলে মনে হয়?” এর পাশাপাশি, কূটনৈতিক স্তরে প্রতিবাদ দাখিল করে প্রতিবেশী দেশটির দাবি, দলাই লামাকে অরুণাচলে যাওয়ার অনুমতি দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করেছে ভারত৷ যদিও গতকালই তিব্বতি ধর্মগুরু স্পষ্ট জানিয়েছেন, ভারত তাঁকে কখনও চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি৷

[‘কালা জাদু’ করার অভিযোগে জ্যান্ত পুড়িয়ে মারা হল দম্পতিকে]

দলাই লামার অরুণাচল সফর নিয়ে গত কয়েকদিন ধরেই একের পর এক হুমকি দিয়েছে চিন৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভারতের বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একপ্রকার কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তিব্বতি ধর্মগুরুর অরুণাচলে যাওয়া ধর্মীয় সফর৷ ভারত এই বিষয়ে কোনও বিতর্ক চায় না৷ চিনের হুমকি ছিল ‘ফল ভাল হবে না’৷ জবাবে ভারত জানায়, এই ধরনের মন্তব্য তারা ভালভাবে দেখছে না৷ এরপরেও সুর চড়িয়েছে চিনও৷ বেজিং সরাসরিই দলাই লামার অরুণাচল সফর বাতিল করার দাবি তুলেছে৷ সেদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়াং সাংবাদিকদের বলেন, “বিতর্কিত অরুণাচলে দলাই লামাকে যাওয়ার অনুমতি দিয়ে ভারত জেদ দেখিয়েছে৷ ঝুঁকি নিয়েছে ভারত৷ এর জেরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে৷” এই ব্যাপারে কড়া পদক্ষেপের কথাও বলেছেন চুনইয়াং৷

চিন পাল্টা সুর চড়ালেও ভারত যে নিজেদের অবস্থান থেকে একচুল সরছে না, বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সে বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেন, ভারত ওই নীতিতেই অনড়৷ দলাই লামার সফর পুরোপুরি ধর্মীয়৷ তিনি আগেও বহুবার অরুণাচলে গিয়েছেন৷ তাই এ বিষয়ে রাজনীতির রং চড়ানো হোক বা কৃত্রিম বিতর্ক তৈরি হোক, তা ভারত চায় না৷

[জনতার দাবিতে ফিরতে পারে Jio-র ‘সামার সারপ্রাইজ অফার’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement