Advertisement
Advertisement

বাজারে আসতেই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ‘নকল’ চিনের

দেখুন কীভাবে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নকল করে ভারতীয় বাজার দখল করতে চাইছে চিন৷

China has already made Wallets out of New Currency!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 2:25 pm
  • Updated:November 20, 2016 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ দিন হয়ে গেল৷ তবু সাধারণ মানুষের টাকার চাহিদা মিটল কই! ব্যাঙ্ক থেকে এটিএম, এটিএম থেকে ব্যাঙ্ক এই চৌহদ্দির চারপাশেই ঘুরছে দেশবাসীর জীবন৷ যাঁর ভাগ্য ভাল, তাঁর জুটছে টাকা৷ যাঁর কপাল মন্দ, তাঁকে খালি হাতেই ফিরতে হচ্ছে৷

আসল-নকলের চক্রবূহ্যে ভারতবাসীর জীবন যখন জেরবার, তখন নকলেই ফের ভারতীয় বাজার দখল করতে আসরে নামছে চিন৷ নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট এখনও ঠিক মতো বাজারে এসে পারেনি, এর মধ্যেই তার নকশা প্রায় হুবহু কপি করে হ্যান্ডব্যাগ তৈরি করে ফেলেছে প্রতিবেশী দেশ৷ বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আনেন আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা৷

Advertisement

নতুন নোট হাতে আসছে বটে, তবে তা বেশিরভাগই ২০০০ টাকার নোট৷ যা ভাঙাতে কালঘাম ছুটছে দেশবাসীর৷ কারণ খুচরো কারও কাছেই খুব একটা বেশি নেই৷ আর যাঁদের কাছে রয়েছে, তাঁরা নিজেদের কাছেই জমিয়ে রাখতে বেশি পছন্দ করছেন৷ টাকার এই টালমাটালেই নকল এই টাকার ব্যাগগুলি বাজারে ছড়িয়ে দিতে চাইছে চিন৷ সবই করা হচ্ছে নতুন ভারতীয় নোট পাওয়ার আশায়৷ এমনটাই মনে করছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement