Advertisement
Advertisement

খুন হতে পারেন পাকিস্তানে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত, আশঙ্কায় বেজিং

অবিলম্বে ওই চিনা নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ।

China fears its top envoy in Pakistan might be killed, seeks more security
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2017 10:48 am
  • Updated:October 22, 2017 10:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামাবাদে সদ্য নিযুক্ত চিনা রাষ্ট্রদূতকে খুন করা হতে পারে, আশঙ্কায় ভুগছে বেজিং। একটি জঙ্গি সংগঠনের সদস্যরাই ওই চিনা রাষ্ট্রদূতকে খুন করতে পারে বলে চিনা প্রশাসনিক কর্তাদের আশঙ্কা। অবিলম্বে ওই চিনা প্রতিনিধির নিরাপত্তা বলয় মজবুত করতে পাক প্রশাসনকে নির্দেশ দিয়েছে চিন। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

[ভারতকে আরও রাফালে বিক্রি করতে আসছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী]

চিনা রাষ্ট্রদূত একটি চিঠিতে গত ১৯ অক্টোবর  স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাড়তি সুরক্ষা চেয়ে আবেদন করেছেন। চিঠির বক্তব্য, নিষিদ্ধ ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট(ETIM)-এর সদস্যরা হামলা চালিয়ে তাঁকে খুন করতে পারে। ইতিমধ্যেই ওই জঙ্গি সংগঠনের সদস্যরা পাকিস্তানে অনুপ্রবেশ করেছে। ওই রাষ্ট্রদূতের চিঠিটি একটি পাক সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার পরই এই বিষয়ে হইচই শুরু হয়েছে। কোটি কোটি ডলারের ‘চিন-পাকিস্তান ইকোনমিক করিডর’-এর শীর্ষকর্তা পিং ইং ফি পাক প্রশাসনকে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।

Advertisement

এই পিং ফি-ই পাকিস্তানে নিযুক্ত চিনা প্রতিনিধি ও  কর্মরত বা ভ্রমণরত চিনা নাগরিকদের নিরাপত্তার বিষয়টির দেখভাল করেন। সূত্রের খবর, আফগানিস্তানে নিযুক্ত চিনা প্রতিনিধি ইয়াও জিংকে সম্প্রতি পাকিস্তানে পাঠানো হয়। গত তিন বছর ধরে ওই পদে কর্মরত ছিলেন সান ওয়েডং। সম্প্রতি তিনি দেশে ফিরে গেলে তাঁর পদে স্থলাভিষিক্ত হন ইয়াও। তাঁরই জীবন এখন সংকটে। পিং ইং ফি অবিলম্বে পাক প্রশাসনকে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। সন্দেহভাজন জঙ্গির নাম আবদুল ওয়ালি বলে জানিয়েছেন তিনি। তার পাসপোর্ট অবিলম্বে বাজেয়াপ্ত করে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পিং। গ্রেপ্তারির পর ওই জঙ্গিকে চিনের হাতে তুলে দেওয়ারও দাবি করেছেন তিনি। এই বিষয়ে পাক বা চিনা প্রশাসনিক মহলের কোনও কর্তাই প্রকাশ্যে মুখ খুলতে চাননি।

[ভারতীয় বায়ুসেনাকে অত্যাধুনিক ড্রোন বিক্রিতে রাজি আমেরিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement