Advertisement
Advertisement
HKU5-CoV-2

চিনে বাদুড়ের দেহে মিলল নতুন করোনা ভাইরাস, সংক্রমিত করছে মানুষকেও!

ফের কি ফিরবে আতঙ্কের দিন?

China discovers new bat coronavirus capable of infecting humans
Published by: Biswadip Dey
  • Posted:February 22, 2025 9:30 am
  • Updated:February 22, 2025 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কি ফিরবে করোনা আতঙ্কের সেই কালো দিন? সেকথা এখনই বলা কঠিন। কিন্তু চিনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানে উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে, এই নতুন ভাইরাসের নাম HKU5-CoV-2। এবং প্রাথমিক পরীক্ষায় পরিষ্কার হয়ে গিয়েছে, সম্ভবত এই ভাইরাস মানুষের শরীরকেও সংক্রমিত করার ক্ষমতা রাখে। কেননা এদের সেল-সারফেস প্রোটিনের গঠন অবিকল সার্স-কোভ-২-এর মতোই!
‘সেল’ নামের এক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। ‘ব্যাট উওম্যান’ নামে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষক দল ওই গবেষণা চালিয়েছে। আর তারপরই গুয়ানঝাউয়ের গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে নয়া করোনা ভাইরাস।

সত্যিই কি এই ভাইরাস মানবদেহেও সংক্রমণ ছড়াতে পারে? বিজ্ঞানীরা বলছেন, সেই সম্ভাবনা প্রবল। কেননা পুরো করোনা ভাইরাসের সঙ্গে এর গঠনের আশ্চর্য মিল রয়েছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। এপ্রসঙ্গে বলে রাখা ভালো, সারা পৃথিবীতে অসংখ্য করোনা ভাইরাস রয়েছে। যাদের মধ্যে সামান্যই মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে।

Advertisement

২০১৯ সালের শেষ দিকে চিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মারণ করোনা ভাইরাস। যার কবলে পড়ে গোটা বিশ্বে ৭০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। অতিমারীর সেই ভয়ংকর দিন যেন আর না ফেরে সেটাই গোটা বিশ্বের প্রার্থনা। এই পরিস্থিতিতে ভয় বাড়াচ্ছে এই নতুন ধরনের করোনা ভাইরাস।

কিন্তু আদপে এই নয়া ভাইরাস কতটা বিপজ্জনক? চিনের বিজ্ঞানীরা অবশ্য বলছেন, সার্স-কোভ-২-এর মতো এই ভাইরাস দ্রুত মানুষের দেহে প্রবেশ করতে পারে না। এবং মানবশরীরে প্রবেশ করলেও মানুষের দেহে থাকা ACE2-র সঙ্গে দ্রুত বন্ধনও তৈরি করার ক্ষমতা নেই এদের। তাছাড়া করোনা আমল পেরিয়ে আসার পর মানুষের শরীরে এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি অনেক শক্তিশালী এখন। ফলে আপাতত যা দেখা যাচ্ছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement