সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকাকে প্রত্যুত্তর দিতে গোপনে ভয়ংকর মারণাস্ত্র তৈরি করে ফেলেছে চিন৷ যে ‘মাদার অফ অল বম্বস’ বা মোয়াবের ভরসায় এতদিন সমগ্র বিশ্বকে চোখ রাঙাত মার্কিন সেনা৷ আফগানিস্তানে আইএসকে ধ্বংস করতে যা ব্যবহার করেছিল ট্রাম্প প্রশাসন৷ সূত্রের খবর, তলে তলে তার চেয়েও শক্তিশালী একটি অপারমাণবিক বোমা নিজেদের অস্ত্রাগারে মজুত করে ফেলেছে লালফৌজ৷ বিষয়টা এতদিন গোপন থাকলেও শুক্রবার প্রথম এই বোমাটিকে প্রকাশ্যে আনল চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমস৷
[‘আমাকে ব্যবহার করেছে মেগান’, নাতবউদের দ্বন্দ্বে শিরোনামে রাজপরিবার ]
জানা গিয়েছে, চিনের বৃহত্তম শক্তিশালী অ-পারমাণবিক বোমাটি তৈরি করেছে চায়না নর্থ ইন্ডাস্ট্রি গ্রুপ কর্পোরেশন লিমিটেড (নরিংকো)৷ যা নাকি আমেরিকার মোয়াবের তুলনায় অনেক বেশি মারণক্ষমতাসম্পন্ন৷ বোমাটি ঠিক কতটা শক্তিশালী ইতিমধ্যে তার একটা নমুনাও প্রকাশ করেছে চিনের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাটি৷ নিজেদের ওয়েবসাইটে এই বোমাটির পরীক্ষার একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও আপলোড করেছে নরিংকো৷ গত বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে গোপনে চালান হয়েছিল সেই পরীক্ষা৷ চিনা বোম্বার এইচ-৬কে থেকে বোমাটি নিক্ষেপ করে লালফৌজ৷ ভূমিতে আঘাত করার মাত্রই ভয়ংকর বিস্ফোরণ ঘটায় মার্কিন ‘মাদার অফ অল বম্বস’-এর এই প্রতিপক্ষ৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা দেখেই বোমাটির মারণক্ষমতা আঁচ করা যায়৷ যেকোনও শত্রু ঘাঁটিকে একলহমায় সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম চিনা সেনার এই মারণাস্ত্র৷ তবে সম্ভবত মোয়াবের তুলনায় দৈর্ঘ্যে এটি ছোট৷ ভিডিও দেখে অনুমান চিনের তৈরি বোমাটির দৈর্ঘ্য আনুমানিক পাঁচ থেকে ছয় মিটার৷ এইচ-৬কে বোম্বার এটিকে বহন করতে সক্ষম৷
[‘সার্জিক্যাল স্ট্রাইক মনগড়া কল্পনা’, মোদির দাবি উড়িয়ে বিবৃতি পাকিস্তানের]
২০০৩-তে ‘মাদার অব অল বম্বস’ বা মোয়াব তৈরি করেছিল আমেরিকা৷ ৩০ মিটার দীর্ঘ বোমাটির পোশাকি নাম ‘জেবিইউ-৪৩ ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব’। আইএসবিরোধী অভিযানের সময় ২০১৭-তে আফগানিস্তানে এই বোমা নিক্ষেপ করেছিল মার্কিন বায়ুসেনা। গুঁড়িয়ে দিয়েছিল জঙ্গি ঘাঁটিগুলিকে৷ এরপরই রাশিয়া প্রকাশ্যে এনেছিল আরও শক্তিশালী ‘ফাদার অফ অল বম্বস’ বা ফোয়াব৷ এবার লালফৌজ তৈরি করে ফেলেছে মোয়াবের চিনা সংস্করণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বেজিংয়ের দাবি সত্যি হলে অ-পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় এবার ওয়াশিংটনের সঙ্গে নিজেদেরও একাসনে ভাবতে পারে তারা৷
China’s arms industry giant NORINCO for the first time showcased a new type of massive aerial bomb, which it dubbed the Chinese version of the “Mother of All Bombs” due to its huge destruction potential that is claimed to be only second to nuclear weapons. https://t.co/Xwa470K0R5 pic.twitter.com/bWDvmfvcyk
— Global Times (@globaltimesnews) January 3, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.