Advertisement
Advertisement

ভারত ও আমেরিকাকে জবাব দিতে অত্যাধুনিক মিসাইল বানাচ্ছে চিন

চিনের এই অাগ্রাসনের কড়া প্রতিবাদ জানিয়েছে আমেরিকা৷

China developing new air to air missile

চিনের এই অাগ্রাসনের কড়া প্রতিবাদ জানিয়েছে আমেরিকা৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2017 1:04 pm
  • Updated:January 31, 2017 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ড্রাগন৷ মার্কিন ও রুশ মহাশক্তিকে টেক্কা দিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি করছে লাল চিন৷ প্রেসিডেন্ট শি জিনপিং-য়ের নেতৃত্বে ঢেলে সাজানো হচ্ছে লালফৌজকে৷ চিনের এই সমরসজ্জার পিছনে যে দুরভিসন্ধি রয়েছে তা দক্ষিণ চিন সাগরে লালফৌজের আগ্রাসন থেকে স্পস্ট৷ চিনের এই ক্রমবর্ধমান সামরিক ক্ষমতায় চিন্তিত ভারত ও আমেরিকা৷ এমনই পরিস্থিতিতে প্রকাশ্যে এক এক চাঞ্চল্যকর খবর৷ চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, লালফৌজ একটি অত্যাধুনিক মিসাইল বানাচ্ছে যা আকাশ থেকে আকাশে হামলা করতে সক্ষম৷ এই দুরপাল্লার ক্ষেপনাস্ত্রটি দৃষ্টিসীমার বাইরে থাকা শত্রুপক্ষের যুদ্ধ বিমান ও জ্বালানিবাহী বিমান মুহূর্তে ধ্বংস করে দিতে পারবে৷ ইতিমধ্যে চিনের হাতে মজুত রয়েছে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম মিসাইল৷

(আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দক্ষিণ চিন সাগরে অস্ত্র মোতায়েন বেজিংয়ের)

গতবছর প্রথমবার চিনা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে মিসাইলটির ছবি৷ সেখানে দেখা যাচ্ছে একটি J-11B যুদ্ধ বিমানে লোড করা ছিল মিসাইলটি৷ চিনা যুদ্ধ বিমানগুলিতে থাকবে এই মিসাইল বলেও জানা যাচ্ছে৷ সূত্রের খবর, প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপনাস্ত্রটি৷

Advertisement

(তাইওয়ানের জলসীমায় চিনা রণতরী, যুদ্ধের দামামা দক্ষিণ চিন সাগরে)

সম্প্রতি, তাইওয়ানের জলসীমানায় ঢুকে পড়েছিল চিনা বিমানবাহী রণতরী লিয়াওনিং। রেডারে সেই ছবি ধরা পড়তেই তড়িঘড়ি যুদ্ধজাহাজ, রণতরী পাঠিয়েছিল তাইপেই। বিতর্কিত দক্ষিণ চিন সাগরে অস্ত্র মোতায়েন করছে বেজিং৷ দৈত্যাকৃতির অ্যান্টি-এয়ারক্রাফট গান, ক্লোজ ইন উইপন সিস্টেম বসছে কৃত্রিম দ্বীপে৷ কৃত্রিম মার্কিন উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, যুদ্ধবিমান, রণতরী থেকে ছোঁড়া ক্রুজ মিসাইলকেও রুখে দিতে পারবে চিনা প্রতিরক্ষা ব্যবস্থা৷ পাল্টা হামলা চালাতেও তৈরি সাংঘাতিক সব অস্ত্র৷ চিনের এই অাগ্রাসনের কড়া প্রতিবাদ জানিয়েছে আমেরিকা৷ প্রয়োজনে স্বার্থ রক্ষায় শক্তি প্রয়োগেও পিছপা  হবে না বলেও জানিয়েছে ওয়াশিংটন৷

চিনা হুমকির পাল্টা চাল মোদির, বেজিংকে ঘিরে চক্রব্যূহ ভারতের

দক্ষিণ চিন সাগর নিয়ে মোদির শরণাপন্ন বেজিং

দক্ষিণ চিন সাগর নিয়ে পেন্টাগনকে চরম হুঁশিয়ারি দিল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement