Advertisement
Advertisement

Breaking News

চিন

হংকংয়ে হুলুস্থুল, ব্রিটিশ কনসুলেটের কর্মীকে আটক করল চিন

‘পেপে’ নামের একটি ব্যাঙয়ের অবয়বে প্রতিবাদের মুখ খুঁজে পেয়েছেন গণতন্ত্রকামীরা।

China confirms British consulate employee in Hong Kong detained
Published by: Monishankar Choudhury
  • Posted:August 22, 2019 1:12 pm
  • Updated:August 22, 2019 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হংকংয়ে ব্রিটিশ কনসুলেটের নিখোঁজ কর্মীকে তাঁরাই আটক করেছে। পরিস্থিতি আরও জটিল করে এমনটাই জানাল চিন৷ গত ৮ আগস্ট থেকে সাইমন চেং নামের ওই কর্মীর হদিশ পাওয়া যাচ্ছিল  না। তারপরই চিনা অধিকারিকরা চেংকে আটক করেছেন বলে আশঙ্কা প্রকাশ করে ব্রিটেনের বিদেশমন্ত্রক৷ সেই আশঙ্কা সত্যি করেই এদিন চেংকে হেফাজতে নেওয়ার কথা ঘোষণা করল বেজিং৷ 

[আরও পড়ুন: কুলভূষণ কাণ্ডেও শিক্ষা হয়নি, এবার কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ পাকিস্তান]      

Advertisement

বিগত বেশ কিছুদিন ধরেই গণতন্ত্রকামীদের বিক্ষোভে উত্তাল হংকং৷ বিক্ষোভকারীদের পরোক্ষে মদত যোগাচ্ছে ব্রিটেন বলে আগেই অভিযোগ করেছে বেজিং৷ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘যে ব্যক্তির কথা আপনারা উল্লেখ করেছিলেন, তাঁকে শেনঝেন পুলিশ আটক করে রেখেছে। একটা বিষয় স্পষ্ট করা দরকার যে, আটক কনসুলেট কর্মী ব্রিটিশ নাগরিক নন। উনি হংকংয়ের বাসিন্দা। সুতরাং এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’

বেনজিরভাবে কনসুলেটের কর্মীকে আটক করে চিন ব্রিটেনকে বার্তা দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা৷ প্রয়োজনে তিয়েনআনমেন স্কোয়ার ঘটনার পুনরাবৃত্তি করতে পারে চিনা সরকার বলেই মনে করছেন তাঁরা৷ এদিকে প্রত্যর্পণ সংক্রান্ত আইন নিয়ে শুরু হওয়া বিক্ষোভ ক্রমশই বাড়ছে৷ এদিনও হংকংয়ের অধিকাংশ রাস্তা ও সরকারি অফিস বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রয়েছে৷  

এদিকে,  ‘পেপে’ নামের একটি ব্যাঙয়ের অবয়বের মধ্যে প্রতিবাদের নয়া মুখ খুঁজে পেয়েছেন হংকংয়ের গণতন্ত্রকামীরা। ম্যাট ফিউরির ‘বয়েজ ক্লাব’ নামে একটি কমিক্স থেকে চরিত্রটি এসেছে। প্রতিবাদকারীরা পেপে-কে তাঁদের সমর্থক বলে মানছেন। তাই পুলিশ বা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ডে থাকছে পেপের ছবি। কোথাও দেখা যাচ্ছে, পেপে-এর চোখ পুলিশের গুলিতে অন্ধ হয়ে গিয়েছে। কোথাও পেপে দু’হাতে দু’টি কান ঢেকে রয়েছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।

[আরও পড়ুন: ‘মাত্র ১০ মিনিট লাগবে’, হংকংয়ের গণতন্ত্রকামীদের হুমকি লাল ফৌজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement