Advertisement
Advertisement

Breaking News

সাঁড়াশি চাপে ভারতীয় প্রতিরক্ষা, পাকিস্তানকে ৮টি সাবমেরিন দেবে চিন

ইতিমধ্যেই দু'টি স্যাটেলাইট লঞ্চ করেছে চিন।

China building 8 submarines for Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2018 7:36 pm
  • Updated:July 16, 2018 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রতি বরাবরই সদয় চিন। এবার ফের পাকিস্তানকে সামরিক দিক থেকে আরও শক্তিশালী করার দিকে নজর দিল তারা। জানা গিয়েছে, পাকিস্তানের জন্য চিনে আটটি সাবমেরিন তৈরি হচ্ছে। এই সাবমেরিনগুলি পাকিস্তানের হাতে চলে গেলে সমস্যায় পড়ে যাবে ভারতীয় নৌবাহিনী।

সূত্রের খবর, প্রজেক্ট হাঙ্গুরের আওতায় সাবমেরিন তৈরি করছে চিন। খুব শীঘ্রই সেগুলি পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে। ভারতের এখনও পর্যন্ত ১৬টি সাবমেরিন রয়েছে। আর পাকিস্তানের সাবমেরিন সংখ্যা ১০। নতুন এই সাবমেরিনগুলি পাকিস্তানের হাতে পৌঁছে গেলে তাদের সাবমেরিনের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া চিনের তৈরি নতুন এই সাবমেরিনগুলি জলের নিচেও যুদ্ধ করতে সক্ষম।

Advertisement

এও কি সম্ভব? ইরানের ভাগের মেঘ ও বরফ চুরি করে নিচ্ছে ইজরায়েল! ]

ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ নতুন ঘটনা নয়। সাবমেরিন পাওয়ার ফলে পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি পাবে। এই  পদক্ষেপটি তখনই নেওয়া হল, যখন চিন দু’টি রিমোট স্যাটেলাইট লঞ্চ করেছে। এর সাহায্যে মহাকাশ থেকে ভারতের উপর নজরদারি চালাবে চিন। আর সাবমেরিনের সাহায্যে পাকিস্তান নজর রাখবে ভারতের উপর। পাকিস্তানের গদরে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরির ক্ষেত্রে যাতে কোনও বাধা না আসে, সেই কারণেই এই দুই দেশ এমন পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে।

কনসার্টে প্রিয় গায়ককে আলিঙ্গন করে গ্রেপ্তার সৌদি মহিলা ]

স্যাটেলাইট PRSS-1 ও PakTES-1A উত্তর পশ্চিম চিনের জিউকুয়ান স্যাটেলাইট সেন্টার থেকে ছাড়া হয়েছে। লং মার্চ 2C রকেট থেকে এই স্যাটেলাইট দু’টি ছাড়া হয়। PRSS-1 হল প্রথম রিমোট স্যাটেলাইট যেটি পাকিস্তানের হাতে তুলে দেয় চিন। চায়না অ্যাকাডেমি অফ স্পেস টেকনোলজির তৈরি করা ১৭তম স্যাটেলাইট এটি। বলা হচ্ছে, এই স্যাটেলাইটটি সার্ভে, জাতীয় বিপর্যয় পর্যবেক্ষণ, কৃষির গবেষণা, শহরের উন্নয়নের মতো কাজে ব্যবহার করা হবে। সবটাই হবে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর বেল্টের মধ্যে।

চিনের এই সাবমেরিন প্রদানের মধ্যে শুধু চায়না-পাকিস্তান ইকোনমিক করিডর স্বার্থ নেই। ভারতীয় প্রতিরক্ষাকে সাঁড়াশি চাপে রাখতে চাইছে চিন। সেই কারণেই একে একে স্যাটেলাইট ও সাবমেরিনের সাহায্যে জল ও অন্তরীক্ষ থেকে ভারতীয় ভূখন্ডে নজরদারি চালানোর ব্যবস্থা পাকা করতে চাইছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub