Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক, রণতরীর নকল ছবি পোস্ট করে ক্ষমাপ্রার্থী চিন

মুখে কালি পড়ল ড্রাগনের৷

China apologies for posting morphed pic of aircraft carrier
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2017 2:04 pm
  • Updated:April 27, 2017 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামরিক শক্তির আস্ফালন করে নিজের অভিষ্ট সাধনের চেষ্টা বরাবরই করে এসেছে চিন৷ সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী ভাসিয়ে বুক ফুলিয়ে ভারত ও আমেরিকাকে চোখ রাঙাচ্ছিল চিন৷ ওই রণতরীর ও জঙ্গিবিমানের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছিল চিন সরকারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে৷ এবার সেই ছবির জন্যই হাসির খোরাক হতে হল কমিউনিস্ট দেশটিকে৷ ওই ছবিগুলি জাল প্রমাণিত হওয়ায় লজ্জা রাখার জায়গা খুঁজে পাচ্ছে না বেজিং৷

[দারিদ্র্য দূর করে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে পারে বিজেপিই, দাবি অমিত শাহর]

Advertisement

বৃহস্পতিবার, ওই নকল ছবির জন্য ক্ষমা চাইল চিনা প্রতিরক্ষা মন্ত্রক৷ রবিবার, চিনা নৌসেনার ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছবিগুলি চিনা সরকারের Weibo ও WeChat নামের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপে প্রকাশ পায়৷ তারপরই ধরা পরে ছবিগুলি জাল করা৷ এ নিয়ে তুমুল হইচই পড়ে যায় নেটদুনিয়ায়৷ নেটিজেনরা সহজেই ছবিগুলির ভুল ধরে ফেলেন৷ তাঁদের চিনা এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী বলে যা পোস্ট কেরা হয়েছে আসলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ৷ ও যে যুদ্ধবিমানগুলি দেখানো হয়েছে তা রাশিয়ার MiG-35 যুদ্ধবিমান৷

[এইসব জায়গায় প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্ক? সর্বনাশ! আজই সাবধান হোন]

বুধবার চিনের উত্তরে দালিয়ান বন্দর থেকে মহা সমারোহে ৫০ হাজার টনের নয়া রণতরী ভাসানো হয়েছিল৷ ২০১৩ সালে এই রণতরীটি নির্মাণের কাজ শুরু হয়৷ ২০২০-র মধ্যে চিনা নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে এই রণতরী তুলে দেওয়া হবে৷ তার আগে চলবে রুটিন মাফিক প্রক্রিয়া৷ চিনা সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য ফ্যান চ্যাংলং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ চিনের পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠা দিবসের মাত্র তিন দিনের মধ্য এই রণতরী উদ্বোধন করায় অনেকেই বলছেন, আন্তর্জাতিক মহলকে কড়া বার্তা দিল চিন৷

[গুজরাট উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement