Advertisement
Advertisement

বিশেষ কাজ করছে না দেশের তৈরি করোনা ভ্যাকসিন, স্বীকার করে নিল চিন

তবে কি টিকা পেতে ভারত বা আমেরিকার শরণাপন্ন হবে চিন?

China admits that its weakness of coronavirus vaccine effectiveness । Sangbad Pratidin
Published by: Arupkanti Bera
  • Posted:April 11, 2021 4:38 pm
  • Updated:April 11, 2021 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) তৈরি দ্রব্যের উপর অনেকেই ভরসা করেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে চিন নিজেও যেন নিজেদের তৈরি করোনা টিকার (coronavirus vaccine) উপর ভরসা রাখতে পারছে না। এমনিতে ড্রাগনের দেশটি নিজেদের দুর্বলতা প্রকাশ করতে চায় না। কিন্তু করোনার টিকা নিয়ে তেমনটাই দাবি করে বসল চিন। নিজেরাই জানাল তাদের টিকা ভাল কাজ করছে না। তাই অন্য পন্থা খুঁজছে। চিনের এক উচ্চ পদস্থ স্বাস্থ্যকর্তা একটি সম্মেলনে এ কথা স্বীকার করেছেন।

চিনের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর গাও ফু জানিয়েছেন, করোনা ঠেকাতে চিনের টিকা ভালভাবে কাজ করছে না। শনিবার চিনের দক্ষিণ-পশ্চিমের শহর চেংদু-তে এক সম্মেলনে একথা বলেন তিনি। সেই খবরই প্রকাশ্য়ে এসেছে। এদিকে পশ্চিমের দেশের করোনা টিকার কার্যকারিতা নিয়ে আগে সন্দেহ প্রকাশ করেছে চিন। আবার বহু দেশে নিজেদের তৈরি কয়েক কোটি করোনার টিকা রপ্তানি করেছে। তাই সেই সব টিকার কার্যকরিতা কী দাঁড়াবে তা নিয়েও সন্দেহ রয়েছে। কিছু দেশে এই চিনা টিকা নেওয়ার পরই করোনা আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার পর চিনের তরফেই এমন মন্তব্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মালদহে কংগ্রেস প্রার্থী ও সাংসদের গাড়িতে পতাকা হাতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

চিন এখনও বাইরের কোনও সংস্থার তৈরি টিকা সে দেশের ব্যবহারের অনুমতি দেয়নি। আবার ব্রাজিলের একদল বিজ্ঞানী গবেষণায় দেখেছেন, চিনের তৈরি সিনোভ্যাক মাত্র ৫০.৪ শতাংশ কার্যকর। আবার মার্কিন সংস্থা ফাইজারের তৈরি টিকা প্রায় ৯৭ শতাংশ ক্ষেত্রে কাজ করছে। সব মিলিয়ে চিন এখন টিকা নিয়ে চাপে রয়েছে। এই অবস্থায় তারা একাধিক টিকা মিশিয়ে ব্যবহার করতে পারে। তবে সেই টিকা সবই চিনের নিজেদের তৈরি, নাকি বিদেশের টিকাও থাকবে মিশ্রণে তা পরিষ্কার করে জানানো হয়নি।

২০১৯-এ চিনে প্রথম করোনার অতিমারী শুরু হলেও একে চিনা ভাইরাস বলা নিয়ে প্রবল আপত্তি জানায় চিন। তোপ দাগে আমেরিকার দিকে। সেই আমেরিকা এবং প্রতিবেশী ভারত টিকা তৈরিতে এখন এগিয়ে থাকা দেশের তালিকার উপরের দিকে। তাই এখন দেখার ভারত বা আমেরিকার সামনে টিকা চেয়ে ‘হাত পাতে’ কিনা চিন।

[আরও পড়ুন: ৬ বছরের নাতনিকে ধর্ষণ! মুখ বন্ধ রাখতে ২০ টাকা হাতে ধরাল অভিযুক্ত দাদু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement