Advertisement
Advertisement

শিশু নিগ্রহে এবার কাটা হবে যৌনাঙ্গ

শুনতে খুব অদ্ভুত লাগলেও যৌনাঙ্গচ্ছেদনের শাস্তি কিন্তু অনেক দেশেই প্রচলিত। দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রে এই শাস্তির চল আছে। এ ছাড়া ইউএস এবং অস্ট্রেলিয়ার কিছু জায়গাতেও এই শাস্তি দেওয়া হয়।

Child sex abusers in Indonesia to face chemical castration
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2016 2:00 pm
  • Updated:May 26, 2016 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুদের যৌন নির্যাতনের বিষয় হিসেবে ব্যবহার করেন যাঁরা, তাঁদের কী শাস্তি দেওয়া উচিত, তা নিয়ে অনেক আলোচনাই হয়। আখেরে কাজের কাজ কিছুই হয় না।
ইন্দোনেশিয়া কিন্তু এই ব্যাপারে অভিনব পদক্ষেপ গ্রহণ করল। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন প্রেসিডেন্ট জোকো উইডিডো, শিশুদের উপর যৌন নির্যাতনের শাস্তি এবার মৃত্যুদণ্ড এবং রাসায়নিক প্রয়োগে যৌনাঙ্গচ্ছেদন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দেশে এরকম নিয়ম বলবৎ করতে বাধ্য হয়েছেন শিশু নিগ্রহের একটি মর্মান্তিক ঘটনার পরে। সম্প্রতি সুমাত্রার কাছে একটি জঙ্গলে মিলেছে একটি মেয়ের ছিন্নভিন্ন শরীর। ধর্ষণের পরে এক দল ছেলে তাকে হাত-পা বাঁধা অবস্থায় হত্যা করে জঙ্গলে ফেলে রেখে যায়।
প্রেসিডেন্টের অভিমত, এরকম কড়া নিয়ম বলবৎ হলে কেউ শিশুদের উপর যৌন নির্যাতন করতে সাহস পাবে না। দেশ এবং তার শিশুদের ভবিষ্যৎও সুরক্ষিত থাকবে।
তবে শুনতে খুব অদ্ভুত লাগলেও যৌনাঙ্গচ্ছেদনের শাস্তি কিন্তু অনেক দেশেই প্রচলিত। দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রে এই শাস্তির চল আছে। এ ছাড়া ইউএস এবং অস্ট্রেলিয়ার কিছু জায়গাতেও এই শাস্তি দেওয়া হয়।
ইন্দোনেশিয়াও এবার সেই পথেই হাঁটছে।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement