Advertisement
Advertisement

Breaking News

China

লাতিন আমেরিকার দিকে হাত চিনের! ‘পার্লাসেন’ থেকে বিতাড়িত তাইওয়ান, পর্যবেক্ষক বেজিং

লাতিন আমেরিকার দেশগুলিতে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে ড্রাগন।

Central America parliament expels Taiwan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 22, 2023 6:02 pm
  • Updated:August 22, 2023 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমিউনিস্ট চিন এবার হাত বাড়াচ্ছে লাতিন আমেরিকার দিকেও। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল আন্তর্জাতিক আঙিনায়। তা যে অমূলক নয়, এবার স্পষ্ট হয়ে গেল। মধ্য আমেরিকার ৭ দেশীয় পার্লামেন্ট বা ‘পার্লাসেন’ থেকে বিতাড়িত হল তাইওয়ান (Taiwan)। সেই জায়গা দখল করল লাল চিন (China)।

আমেরিকার এই উপ-অঞ্চলের সদস্য ৭টি দেশ। তালিকায় রয়েছে বেলিজে, কোস্টা রিকা, এল সালভাদর, গুয়েতামালা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা। গত দুই দশক ধরে সেখানে পর্যবেক্ষকের ভূমিকায় ছিল তাইওয়ান। কিন্তু এবার তাদের সরিয়ে দেওয়া হল। এরপর স্থানীয় প্রশাসকদের প্রস্তাব মেনে নতুন পর্যবেক্ষকের ভূমিকায় আনা হল বেজিংকে।

Advertisement

[আরও পড়ুন: সীমা হায়দারের পুনরাবৃত্তি? কোলের সন্তান নিয়ে স্বামীর জন্য ভারতে বাংলাদেশি যুবতী]

বিষয়টা স্বাভাবিক ভাবেই ভালভাবে নিচ্ছে না তাইওয়ান। ইতিমধ্যেই সেদেশের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, ‘জাতীয় মর্যাদা’র কথা মাথায় রেখে এখনই তারা নিজেদের পার্লাসেন থেকে সরিয়ে নিচ্ছে। চিনকে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের নিন্দা করেছে তারা। এদিকে বহুদিন ধরেই মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, লাতিন আমেরিকার দেশগুলিতে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে ড্রাগন। সাম্প্রতিক ঘটনায় তা আবারও উজ্জ্বল হয়ে উঠল।

[আরও পড়ুন: জিন্স-টিশার্ট, লেগিংস পরে পড়াতে আসা যাবে না, শিক্ষকদের নির্দেশিকা অসম সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement