Advertisement
Advertisement

ফার্স্ট ক্লাসের দামে ইকোনমিক ক্লাসের টিকিট! পোয়াবারো যাত্রীদের

ব্যাপারটা কী?

 Cathay Pacific sells first-class tickets at economy prices
Published by: Tanujit Das
  • Posted:January 15, 2019 12:49 pm
  • Updated:January 15, 2019 7:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উপারওয়ালা জবভি দেতা, দেতা ছপ্পড় ফাড়কে…’ বিমান সংস্থার গাফিলতিতে এই গানের কথাই যেন ফলে গিয়েছে বিমান যাত্রীদের ক্ষেত্রে৷ মানুষ মাত্রই ভুল হয়৷ তাই বলে এত বড় ভুল! সাড়ে ১৩ লক্ষ টাকার টিকিট কিনা বিক্রি হল মাত্র ১ লক্ষ ২৫ হাজার টাকায়! তাও একটি নয়, বেশ কয়েকটি।

[১৪ ফেব্রুয়ারি পালন করতে হবে সিস্টার’স ডে! আজব নির্দেশ বিশ্ববিদ্যালয়ের ]

Advertisement

এমন মারাত্মক ভুল কাজটি করেছে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনস সংস্থাটি। বিমানের ফার্স্ট ক্লাসের টিকিট ভুল করে ইকোনমি ক্লাসের দামে বিক্রি করেছে সংস্থাটি। যাতে যাত্রীদের পোয়াবারো। কারণ ভাগ্যবান যাত্রীরা ইকোনমি ক্লাসের টিকিটের দামে আয়েশ করে বিমান যাত্রা করেছেন ফার্স্ট ক্লাসে। বিবিসি জানিয়েছে, হংকং থেকে পর্তুগাল যাওয়ার টিকিট কাটতে গিয়ে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ওই যাত্রীদের সঙ্গে৷ তবে এই প্রথম নয়, গত এক মাসে দু’বার একই ভুল করল সংস্থাটি৷ জানা গিয়েছে, ক্যাথে প্যাসেফিক সংস্থার বিমানে হংকং থেকে পর্তুগাল যাওয়ার ভাড়া ফার্স্ট ক্লাসে ১৬ হাজার ডলার (১৩ লাখ ৪৫ হাজার টাকা)। তবে রবিবার ওই টিকিটই সংস্থাটি বিক্রি করেছে ইকোনমি ক্লাসের টিকিটের মূল্যে, এক হাজার ৫১২ ডলারে (এক লক্ষ ২৭ হাজার টাকা)।

[গাছের ফোকরে বইপত্তর, মার্কিন মুলুকে ভিন্ন গ্রন্থাগারের খোঁজ]

ক্যাথে প্যাসেফিক কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে। কীভাবে এত বড় ভুল বারবার হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ তবে, খুব অল্পসংখ্যক যাত্রীকেই এই ভুল টিকিট বিক্রি করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ৷ দুই সপ্তাহ আগেও ভাড়া নিয়ে একই ভুল করেছিল সংস্থাটি। ভিয়েতনাম থেকে নিউইয়র্কগামী ফ্লাইটের ফার্স্ট ক্লাসের ১৬ হাজার ডলারের টিকিট মাত্র ৬৭৫ ডলারে বিক্রি করা হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement