Advertisement
Advertisement

Breaking News

নয় বছরের চাকরিতে একদিনও ছুটি নেয়নি এই কর্মী

ছোট্ট এই বিড়াল ছানা৷ কোনও কাজেই করে না মানা৷

Cat runs store for 9 years without a day off
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 8:24 pm
  • Updated:September 24, 2016 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট একটা বিড়াল ছানা৷ কোনও কিছুতেই করে না মানা৷ দোকানের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে, আসতে-যেতে লোকেদের ডাকে৷ এইভাবেই নিউ ইয়র্কের চায়না টাউনের ছোট্ট দোকানটিতে ৯ বছরের চাকরিজীবন কাটিয়ে দিল বোবো৷ ছুটি একদিনও নেয়নি৷

রাস্তার ধারে পড়ে থাকা ছোট্ট বাদামি বিড়ালটিকে তুলে এনেছিলেন দোকানেরই এক কর্মী৷ শান্ত স্বভাবের বোবো সহজেই সবার ভালবাসার পাত্র হয়ে ওঠে৷ বোবোও আপন করে নেয় ছোট্ট দোকান ও তাতে আসা মানুষগুলোকে৷

Advertisement

রোজ সকাল হলেই নিজের স্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ে বোবো৷ ক্রেতাদের মাথা নেড়ে স্বাগত জানায়৷ মাঝেমধ্যে বাইরেও উকি মেরে দেখে নেয় পারিপার্শ্বিক প্রকৃতির হালচাল৷ দোকানের মালিক নিজের এই কর্মী নিয়ে বেজায় খুশি৷ বোবো ছাড়া নিজের দোকান ভাবতেই পারেন না তিনি৷ ক্রেতাদের মধ্যেও বেশ জনপ্রিয় মার্জারমশাই৷ সবাই এসে আদর করে যান তাকে৷ নিজের প্রাধান্য বেশ ভালই উপভোগ করে বোবো৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement