Advertisement
Advertisement
Joe Biden

দুমাসের মধ্যেই ফের নিরাপত্তায় গলদ, বাইডেনের কনভয়ে সজোরে ধাক্কা মারল গাড়ি

অক্টোবর মাসেই বাইডেনের বাড়ির আকাশসীমায় ঢুকে পড়েছিল বিমান।

Car hits convoy of Joe Biden, 2nd security breach in two months | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 18, 2023 11:58 am
  • Updated:December 18, 2023 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দুমাসের ব্যবধান। আবারও গলদ ধরা পড়ল মার্কিন প্রেসিডন্ট জো বাইডেনের (Joe Biden) নিরাপত্তায়। রবিবার আচমকাই দুর্ঘটনার কবলে পড়ল তাঁর কনভয়। সেই সময়ে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গেই গাড়িতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। নিরাপদেই ডেলাওয়্যারের বাড়িতে পৌঁছে গিয়েছেন তাঁরা। উল্লেখ্য, গত অক্টোবর মাসেই বাইডেনের বাড়ির আকাশসীমায় ঢুকে পড়েছিল একটি বিমান।

জানা গিয়েছে, রবিবার অফিস থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট (USA President)। ডেলাওয়্যারের অফিস থেকে বেরনোর খানিক পরেই বাইডেনের কনভয়ের এসইউভিতে এসে ধাক্কা মারে একটি সেডান। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে মাত্র ৪০ মিটার দূরের গাড়িতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। একটি ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটতেই থামিয়ে দেওয়া হয় পুরো কনভয়। সেডান গাড়ির চালককে হাতেনাতে ধরে ফেলেন প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা।

Advertisement

[আরও পড়ুন: করোনার দাপটে দেশে একদিনেই মৃত ৫, ভয় ধরাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট, সতর্কবার্তা WHO-র]

হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, সুস্থ আছেন সস্ত্রীক বাইডেন। নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের তরফে বলা হয়, বৃষ্টির মধ্যেই দুর্ঘটনা ঘটে গিয়েছে। এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য নেই। ঘটনার পরে নিরাপদেই গন্তব্যে পৌঁছে গিয়েছে প্রেসিডেন্টের কনভয়। যদিও সাংবাদিকরা ঘটনাস্থলে যেতেই তাঁদের সরিয়ে দেয় বাইডেনের নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, সেডান গাড়িতে ডেলাওয়্যারের নম্বরপ্লেট লাগানো ছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ অক্টোবরও বাইডেনের নিরাপত্তায় গলদ ধরা পড়েছিল।মার্কিন প্রেসিডেন্টের বাড়ির আকাশসীমায় ঢুকে পড়ে একটি বিমান। সঙ্গে সঙ্গে বিমানটিকে সরাতে একাধিক ফাইটার জেট নামিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শেষ পর্যন্ত কোনও বিপদের খবর মেলেনি। স্থানীয় একটি বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয় আগন্তুক বিমানটিকে। গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে।

[আরও পড়ুন: কলমের আড়ালে মারণাস্ত্র! বাংলাদেশে ভোটের আগে উদ্ধার মুঙ্গেরি ‘পেন পিস্তল’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement