Advertisement
Advertisement

গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ক্যানবেরা

তবে ঘটনার পিছনে অনেকেই রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন৷

Car bomb hits Australian capital canberra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 22, 2016 3:06 pm
  • Updated:December 22, 2016 3:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা৷ বুধবার রাতে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার ক্রিশ্চিয়ান লবির হেডকোয়ার্টারে এই বিস্ফোরণটি হয়৷ যদিও ঘটনায় কোনও জখম হওয়ার খবর মেলেনি৷ যদিও গুরুতর জখম হয়েছেন বছর ৩৫-এর গাড়ির চালক৷ তাঁকে ক্যানবেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটিও পুরোপুরি ভস্মীভূত৷ আগুনে ভস্মীভূত দোতলা একটি অফিস৷

ভারতীয় সময় বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ এই বিস্ফোরণ হয়৷ পুলিশ জানিয়েছে, গাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগানো হয়েছিল৷

Advertisement

তবে ঘটনার পিছনে অনেকেই রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন৷ যদিও পুলিশের দাবি, ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়৷ যদিও বৃহস্পতিবার স্যোশাল মিডিয়ায় বিস্ফোরণের ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার ক্রিশ্চিয়ান লবির ডিরেক্টর লাইল শেলটনের দাবি, এই ঘটনা পরিকল্পিত৷ তাঁদের বেশ কিছু পদক্ষেপের কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ সম্প্রতি, সমলিঙ্গে বিবাহের বিরোধিতা, স্কুলগুলির নিরাপত্তার দাবি তোলার কারণেই তাঁদের সংগঠনকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ লাইল শেলটনের৷ এমনকি তাঁদের সংঠনের সদস্যদেরও ব্যক্তিগতভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement