Advertisement
Advertisement
Indian Navy

মাঝ সমুদ্রে ভারতীয় নৌসেনার ৬ ঘণ্টার লড়াই, প্রাণে বেঁচে ফিরলেন ব্রিটিশ বাণিজ্যতরীর যাত্রীরা

ভারতীয় নৌসেনাকে কুর্নিশ ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেনের।

Captain Of Missile-Hit UK Ship Thanks Indian Navy For Rescue | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 28, 2024 10:14 am
  • Updated:January 28, 2024 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌসেনার কেরামতিতে এ যাত্রায় রক্ষা পেল ব্রিটিশ বাণিজ্যতরী। মাঝ সমুদ্রে টানা ছঘণ্টা নৌসেনার ১০ ‘হিরো’র লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে জাহাজের আগুন। হতাহতের কোনও খবর নেই। ২২ ভারতীয়, ১ বাংলাদেশি-সহ জাহাজের সমস্ত যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ জানিয়েছে ব্রিটিশ পণ্যবাহী জাহাজের ক্যাপ্টেন।

এডেন উপসাগরে ব্রিটিশ বাণিজ্যতরীতে মিসাইল হামলা চালায় হাউথিরা। দাউদাউ করে জ্বলে ওঠে জাহাজটি। সেখানে থাকা যাত্রীদের জীবন্ত দগ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এদিকে এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস বিশাখাপত্তনম মোতায়েন করা হয়েছিল। প্রাণে বাঁচতে ভারতীয় যুদ্ধ জাহাজের কাছে সাহায্য় চায় ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন। এর পরই আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে নৌসেনার বিশেষ দল। জানা গিয়েছে, মাঝ সমুদ্রে জাহাজের আগুন নেভাতে টানা ৬ ঘণ্টা লড়াই চালান ১০ ‘বীর’ জওয়ান। তাঁদের চেষ্টাতেই রক্ষা পান জাহাজের যাত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে করতে টাকা-গয়না নিয়ে চম্পট, ৫ দিন পর সর্ষে খেতে মিলল স্কুল ছাত্রীর নিথর দেহ]

ভারতীয় নৌসেনাকে ধন্য়বাদ জানিয়ে বাণিজ্যতরীর ক্যাপ্টেন অভিলাস রাওয়াত এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাঁচার সমস্ত ছেড়ে দিয়েছিলাম। ঠিক সেই সময় আমাদের বাঁচাতে এগিয়ে আসে ভারতীয় নৌসেনার আইএনএস বিশাখাপত্তনম। নৌসেনার অগ্নিনির্বাপণ বিশেষজ্ঞদের কুর্নিশ। ওদের জন্যই প্রাণ বাঁচল। ভারতীয় নৌসেনাকে ধন্যবাদ।” বিবৃতি দিয়ে ভারতীয় নৌসেনা জানিয়েছে, ৬ ঘণ্টার লড়াইয়ে জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিপদ এড়াতে জাহাজটিকে কড়া নজরে রেখেছেন বিশেষজ্ঞরা।

 

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সমুদ্রপথে আমরিকা, ব্রিটেন-সহ পাশ্চাত্যে একাধিক দেশের জাহাজকে নিশানা করছে হাউথিরা। যার জেরে ব্যাপক সংকটে আন্তর্জাতিক বাণিজ্য।

[আরও পড়ুন: শাহজাহান মন্তব্যে অখিল গিরিকে তলব তৃণমূল শীর্ষ নেতৃত্বের? সত্যিটা জানালেন মন্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement