সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) টিকাকরণ (COVID vaccination) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করা হোক। তুলে নেওয়া হোক সব নিষেধাজ্ঞা। এই দাবিতে আন্দোলনে উত্তাল কানাডা। পরিস্থিতি প্রতিকূল থাকায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ও তাঁর পরিবারের সদস্যদের কোনও ‘গোপন’ আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্ভাব্য প্রতিহিংসাকে দমন করতে সতর্ক রয়েছে পুলিশ।
গত বছরের সেপ্টেম্বরে তৃতীয় বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী হন জাস্টিন ট্রুডো। তাঁর বাসস্থান রিডিউ কটেজ। এই মুহূর্তে তিনি আর সেখানে নেই। কেননা আন্দোলনের ভরকেন্দ্র থেকে তা মাত্র ৪ কিলোমিটার দূরে। তাই নিরাপত্তার দিকে নজর রেখেই ট্রুডো ও তাঁর পরিবারের সদস্যদের অন্যত্র স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর এক সন্তান করোনা আক্রান্ত হওয়ার পর অবশ্য ট্রুডো আইসোলেশনেই ছিলেন।
জানা গিয়েছে, কানাডার অন্টারিওতে অবস্থিত পার্লামেন্ট হিলের সামনে জড়ো হয়েছেন প্রতিবাদীরা। তাঁদের দাবি, করোনার সব রকম নিষেধাজ্ঞা থেকে তাঁদের মুক্তি চাই। পাশাপাশি সরকারের অন্যান্য নীতিরও বিরোধিতা শুরু করেছেন তাঁরা। আন্দোলনকারীদের বড় অংশ ট্রাক চালক। তাঁরা খালি পায়েই দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছেন।
আন্দোলনকারীদের সমর্থনে ভিড় বাড়ছে। পুলিশ তাই সতর্ক রয়েছে, যাতে বিক্ষোভ হিংসাপূর্ণ না হয়ে ওঠে। যদিও আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন চালিয়ে যেতে চান। সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের হাতে রয়েছে নানা প্ল্যাকার্ড। তাতে লেখা ‘ডগ কিপ আওয়ার ল্যান্ড গ্লোরিয়াস অ্যান্ড ফ্রি’, ‘মেক কানাডা গ্রেট এগেইন’, ‘উই আর হিয়ার ফর আওয়ার ফ্রিডম’, ‘ফাইট ফর ফ্রিডম’- এমনই নানা কথা।
গত ২৪ ঘণ্টায় কানাডায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন। যদিও গত দু’দিনের তা অনেকটাই কম। তবুও সরকার সকলকে সচেতন থাকতে আরজি জানিয়েছে। এই পরিস্থিতি কোভিড বিধির বিরুদ্ধে ক্রমেই জোরাল হতে থাকা আন্দোলনকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.