Advertisement
Advertisement
China

‘এটা ঠিক নয়’, জি-২০ সম্মেলনে ট্রুডোকে ধমক ক্ষুব্ধ জিনপিংয়ের!

কেন উত্তপ্ত বাক্য বিনিময় দুই রাষ্ট্রপ্রধানের?

Canadian PM Justin Trudeau and Chinese President Xi Jinping engage in heated exchange | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:November 17, 2022 10:18 am
  • Updated:November 17, 2022 10:18 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ধমক চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের! জি-২০ সম্মেলনে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই রাষ্ট্রপ্রধানের। এমনটাই দাবি করেছেন কানাডার এক সাংবাদিক। একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে নিজের দাবির সপক্ষে জোরালো সওয়াল করেছেন তিনি।

বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন কানাডার (Canada) নিউজ চ্যানেল ‘সিটিভি’র সাংবাদিক অ্যানি বার্জেরন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শি জিনপিংয়ের সঙ্গে কথা বলছেন জাস্টিন ট্রুডো। সেই আলোচনা প্রসঙ্গে বার্জেরন লেখেন, ‘ জি-২০ সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি এবং কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর মধ্যে হওয়া উত্তপ্ত বাক্য বিনিময় ক্যামেরায় ধরা পড়েছে। আগেরদিন তাঁদের মধ্যে হওয়া আলোচনা সংবাদমাধ্যমে প্রকাশ্যে চলে আসার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন জিনপিং। এভাবে আলোচনা হয় না বলে তোপ দেগেছেন তিনি।”

Advertisement

[আরও পড়ুন: জি-২০ সম্মেলনে মোদির সঙ্গে সাক্ষাতের পরই ব্রিটেনে গিয়ে ভারতীয়দের কাজ করার ছাড়পত্র সুনাকের]

ওই সাংবাদিক আরও দাবি করেছেন যে বালিতে ট্রুডোর সঙ্গে তাঁর আলোচনার বিষয়বস্তু মিডিয়ায় লিক হয়ে যাওয়া নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ জিনপিং। ট্রুডোকে কার্যত ধমক দিয়ে দোভাষীর মাধ্যমে চিনা প্রেসিডেন্ট নাকি বলেছেন, “আমরা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েয়েছিলাম সবকিছুই কাগজে ফাঁস করে দেওয়া হয়েছে। এটা ঠিক নয়। আপনি দায়িত্বশীল হলে বুঝতেন এভাবে আলোচনা চালানো যায় না।” পালটা প্রধানমন্ত্রী ট্রুডো নাকি বলেন, “আমরা একসঙ্গে গঠনমূলক কাজ করব। তবে বেশকিছু বিষয়ে আমাদের মতপার্থক্য থাকবে।” উত্তরে তপ্ত স্বরে জিনপিং বলেন, “আগে আলোচনার পরিবেশ তৈরি করুন।”

উল্লেখ্য, বিগত দিনে চিন-কানাডা সম্পর্কে বরফ জমেছে। কানাডায় ২০১৯ সালের নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ রয়েছে চিনের বিরুদ্ধে। এই বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোকে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলি। শুধু তাই নয়, গত সোমবার গোপন তথ্য পাচার করার অভিযোগে কুইবেক প্রদেশ থেকে ৩৫ বছরের চিনা নাগরিক ইউশেং ওয়াংকে গ্রেপ্তার করে কানাডার পুলিশ। সবমিলিয়ে, দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

[আরও পড়ুন: বালিতে মোদি-জিনপিং করমর্দন, জাপান সাগরে গর্জন ভারতীয় রণতরীর, কী বার্তা দিল্লির?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement