Advertisement
Advertisement

Breaking News

Canada

স্টুডেন্ট পারমিট কমবে ৩৫ শতাংশ! কানাডার সিদ্ধান্তে বিপাকে ভারতীয় পড়ুয়ারা

কানাডার বিদেশি পড়ুয়াদের মধ্যে ৪০ শতাংশই ভারতীয়।

Canada to reduce international student permit by 35 percent

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 19, 2024 3:06 pm
  • Updated:September 19, 2024 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে বিদেশিদের ‘জাঁকিয়ে বসা’ আটকাতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কানাডা। জানা গিয়েছে, বিদেশি স্টুডেন্টদের পারমিট একধাক্কায় ৩৫ শতাংশ কমাতে চলেছে জাস্টিন ট্রুডোর সরকার। আগামী বছর সেই সংখ্যাটা আরও বাড়বে। কানাডার এই সিদ্ধান্তে সমস্যায় পড়বেন ভারতীয় পড়ুয়ারা। বিদেশে পড়াশোনার জন্য ভারতকে বহু পড়ুয়া কানাডায় পাড়ি দেন। কিন্তু কঠোর সরকারি নিয়মের কারণে সেদেশে পড়তে চেয়ে সমস্যায় পড়বেন ভারতীয়রা।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানেই বলা হয়, “চলতি বছরে বিদেশি পড়ুয়াদের জন্য পারমিটের সংখ্যা ৩৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে। আগামী বছরে স্টুডেন্ট পারমিটের সংখ্যা আরও ১০ শতাংশ কমবে।” কেন এমন সিদ্ধান্ত নিল কানাডার প্রশাসন? এক্স পোস্টেই ট্রুডো বলেছেন, “আমাদের দেশের অর্থনীতির জন্য অভিবাসীরা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কখনও কখনও আমাদের দেশের সিস্টেমের অপব্যবহার করা হয়। পড়ুয়াদের পারমিটের সুযোগ নেওয়া হয়। সেটা এবার বন্ধ করতে হবে।”

Advertisement

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে মোট ৫ লক্ষ ৯ হাজার ৩৯০টি স্টুডেন্ট পারমিট অনুমোদন করেছিল কানাডা। কিন্তু চলতি বছরের প্রথম সাত মাসে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৫ হাজারে। আগামী দিনে ট্রুডো সরকারের ঘোষণা কার্যকর হলে কানাডায় বিদেশি পড়ুয়ার সংখ্যা আরও কমবে। বিদেশি পড়ুয়ার সংখ্যা কমলে কানাডার কর্মক্ষেত্রগুলোতেও কমবে অভিবাসীদের সংখ্যা।

ট্রুডোর এই সিদ্ধান্তে বিপাকে পড়বেন ভারতীয়রা। কারণ পড়াশোনা এবং চাকরির সুযোগ পেয়ে কানাডায় পাড়ি দেন ভারতীয়দের একটা বড় অংশ। ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত ভারত থেকে কানাডায় পড়তে যাওয়ার সংখ্যা ২৬০ শতাংশ বেড়েছে। কানাডার বিদেশি পড়ুয়াদের মধ্যে ৪০ শতাংশই ভারতীয়। উল্লেখ্য, গত বছর থেকেই ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। তার মধ্যেই এবার ভারতীয় পড়ুয়াদের উপর কোপ পড়বে কানাডা সরকারের সিদ্ধান্তে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement