Advertisement
Advertisement

Breaking News

NGO-র হাত দিয়ে টাকা যাচ্ছে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের হাতে

একটি মুসলিম স্বেচ্ছাসেবী সংস্থাকে নিষিদ্ধ করেছে কানাডা প্রশাসন৷

Canada suspended Canada-based Muslim charity for allegedly associated with a terrorist group in Kashmir
Published by: Tanujit Das
  • Posted:October 4, 2018 7:57 pm
  • Updated:October 4, 2018 7:57 pm  

সংবাদ প্রতিদিল ডিজিটাল ডেস্ক: স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে বিদেশ থেকে টাকা যাচ্ছে কাশ্মীরে গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নতাবাদীদের হাতে৷ অনেকদিন আগেই এই সংক্রান্ত তথ্য-প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের হাতে তুলে দিয়েছেন ভারতের গোয়েন্দারা৷ এবার ভারতীয় গোয়েন্দাদের সেই অভিযোগকে মান্যতা দিল কানাডা৷ সেদেশের একটি মুসলিম স্বেচ্ছাসেবী সংস্থাকে নিষিদ্ধ করেছে প্রশাসন৷ পাশাপাশি, করা হল বড় রকমের আর্থিক জরিমানা৷ সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, কাশ্মীরে বসবাসকারী মুসলিমদের জন্য আর্থিক সাহায্যের নামে উপত্যকায় গজিয়ে ওঠা সন্ত্রাসী সংগঠনগুলিকে সাহায্য করত তারা৷ অর্থ পৌঁছে দিত বিচ্ছিন্নতাবাদীদের হাতে৷

[প্রকৃতি নিয়ন্ত্রণ তত্ত্বে নোবেল জয়, রসায়নে সম্মান তিন বিজ্ঞানীকে]

Advertisement

জানা গিয়েছে, এই কাজ চলত কাশ্মীরের দুটি ভুয়ো স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মাধ্যমে৷ যাকে এখনও পর্যন্ত এক লক্ষ ৩৬ হাজার মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে কানাডার স্বেচ্ছাসেবী সংগঠনটি৷ সেদেশের গোয়েন্দারা তদন্ত করে দেখেছেন যে, ওই সংগঠন আদৌ উপত্যকায় মুসলিমদের সাহায্যার্থে কাজ করে না, বরং জঙ্গি গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে আর্থিক অনুদান জোগায় তারা৷ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে অভিযুক্ত সংগঠনগুলির নামও৷ কানাডার স্বেচ্ছাসেবী সংগঠনটির নাম ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকা-কানাডা এবং কাশ্মীরের স্বেচ্ছাসেবী সংগঠন দুটির নাম কাশ্মীর রিলিফ ফাণ্ড অফ কানাডা ও রিলিফ অর্গানাইজেশন ফর কাশ্মীরি মুসলিম৷

[ট্রাম্পের চেয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্য পুতিন ও জিনপিং!]

জানা গিয়েছে, প্রথম সংগঠনটিকে দেওয়া হয়েছে ৪৬ হাজার মার্কিন ডলার অনুদান এবং দ্বিতীয় সংস্থাটিকে দেওয়া হয়েছে ৯০ হাজার মার্কিন ডলার৷ কানাডা প্রশাসন সূত্রে খবর, রিলিফ অর্গানাইজেশন ফর কাশ্মীরি মুসলিম সংস্থাটি নিজেদের স্বেচ্ছাসেবী সংগঠন দাবি করলেও, আসলে তারা জাম্মাত-ই-ইসলামির একটি শাখা৷ এই জাম্মাত-ই-ইসলামি হল পাকিস্তানের একটি রাজনৈতিক দল৷ যারা হিজবুল মুজাহিদিনের রাজনৈতিক সংগঠন বলে পরিচিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement