সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি (Khalistani Terrorist) জঙ্গিনেতা খুনে ভারতের (India) হাত রয়েছে, বিস্ফোরক দাবি করেছিলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী। কিন্তু সেই অভিযোগের পর দুমাস কেটে গেলেও প্রমাণ পেশ করতে পারেনি কানাডা। এহেন পরিস্থিতিতে আইন মেনে চলার কথা বললেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্নের উত্তরে তাঁর মত, কানাডা সবসময় আইনের শাসনকে সমর্থন করেছে। তবে খলিস্তানি নেতা খুনের তদন্তে ভারতের সহযোগিতাও চেয়েছেন ট্রুডো।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, “প্রথম থেকেই আমরা বলেছি, এই গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সঙ্গে যৌথভাবে তদন্ত করতে চাই। ভারত সরকারের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে। কানাডার মাটিতে কানাডিয়ান নাগরিককে হত্যার নেপথ্যে ভারতের হাত রয়েছে- এই কথা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। ভারতের সঙ্গে দ্বন্দ্বের পথে হাঁটতে চায় না কানাডা। বরং ভারতের সঙ্গে মিলিতভাবে এই খুনের তদন্ত হোক। বিস্তারিতভাবে গভীরে গিয়ে তদন্ত করতে হবে বলে মনে করে কানাডা।
কূটনীতিকদের বহিষ্কার প্রসঙ্গেও মুখ খুলেছেন ট্রুডো। তাঁর মতে, কানাডার কূটনীতিককে বহিষ্কার করে আসলে ভিয়েনা কনভেনশনের নিয়ম ভেঙেছে ভারত। কারণ একটি দেশ যদি মনে করে অন্য দেশে নিযুক্ত কূটনীতিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাহলে আন্তর্জাতিক সম্পর্কে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে। ট্রুডো বলেন, “ভারতের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে চাই না। আমরা সবসময় আইনের শাসন মেনে চলার পক্ষপাতী।” যদিও খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের ভূমিকা রয়েছে কিনা, সেই নিয়ে কোনও প্রমাণ দিতে পারেননি ট্রুডো।
On India-Canada row, Canadian PM Justin Trudeau says “We have been very clear that we want to work constructively with India on this very serious matter. From the very beginning, we shared the real allegations that we are deeply concerned about but we have reached out to the… pic.twitter.com/Scw5rMlQFM
— ANI (@ANI) November 12, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.