ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে অতীতের সুসম্পর্ক এখন শেষ! শুল্কযুদ্ধের মধ্যেই হুঙ্কার দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কারনি। আগামী ২ এপ্রিল থেকে কানাডার উপর বিরাট অঙ্কের শুল্ক চাপাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তার আগেই পুরোপুরি ‘অসহযোগিতা’র বার্তা দিলেন কানাডার প্রধানমন্ত্রী।
আমেরিকা-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে কানাডার ক্যাবিনেট। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কারনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অনেকদিনের সম্পর্ক। সামরিক সহযোগিতা, নিরাপত্তা, অর্থনীতি-নানা বিষয়ের ভিত্তি করে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সেই সম্পর্ক এখন শেষ। কারণ আগামী দিনে আমেরিকা কী করবে, সেটা নিয়ে স্পষ্ট ধারণা নেই। কিন্তু স্পষ্টভাবে আমরা এটুকু জানি, কানাডারও ক্ষমতা রয়েছে। অন্তত নিজের দেশে আমরা নিজেই রাজা।”
গত ১৪ মার্চ কানাডার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন কারনি। প্রধানমন্ত্রী পদে বসেই চড়া মার্কিন শুল্কনীতির মোকাবিলা করতে হবে তাঁকে। প্রধানমন্ত্রী হওয়ার পরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে দেখা যায়নি কারনিকে। তবে শুল্কযুদ্ধের আবহে আমেরিকার সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছেন তিনি। পড়শি দেশের সঙ্গে ‘সম্পর্ক শেষ’ বললেও কারনির কথায়, আগামী কয়েকদিনের মধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি। তবে তাতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদী নন কানাডার প্রধানমন্ত্রী। তাঁর মতে, আমেরিকাকে আর বিশ্বাসযোগ্য সঙ্গী হিসাবে ধরা যায় না।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডা সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন। কানাডার উপর একের পর এক শুল্কের বোঝা চাপিয়েছে ওয়াশিংটন। যদিও পালটা দিতেও কসুর করেনি কারনি সরকার। আমেরিকার উপর পালটা শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা। যদিও চড়া হারে শুল্কের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে আমেরিকা। তার মধ্যেই হুঙ্কার দিলেন কানাডার প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.