Advertisement
Advertisement

Breaking News

Canada

‘৫০ বছরে কানাডার সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী’, ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন ট্রুডো

বিরোধী দলনেতা পিয়ের পোয়লিভ্রকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন অধিকাংশ মানুষ।

Canada PM Justin Trudeau losing popularity and was voted worst prime minister in 50 years | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 23, 2023 5:19 pm
  • Updated:September 23, 2023 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি (Khalistani Terrorist) হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। এর মধ্যেই খারাপ খবর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) জন্য। কানাডার (Canada) গ্লোবাল নিউজ রিপোর্টের সমীক্ষা বলছে, বর্তমানে বিরোধী দলনেতা কনজারভেটিভ দলের পিয়ের পোয়লিভ্রকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন অধিকাংশ মানুষ। ওই রিপোর্টের দাবি, এখনই ভোট হলে বড় হারের মুখে পড়বেন ট্রুডো।

সম্প্রতি কানাডায় সমীক্ষা চালায় গ্লোবাল নিউজ রিপোর্ট। তাতেই জানা গিয়েছে, বর্তমানে ট্রুডোকে সমর্থন করেন ৩০ শতাংশ মানুষ। অন্যদিকে পোয়লিভ্রকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশের ৪০ শতাংশ মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের আরও বক্তব্য, ফরাসিভাষী কেবেক ছাড়া দেশের অন্য সব প্রদেশে পোয়লিভ্রের জনপ্রিয়তা ট্রুডোর থেকে অনেক বেশি। এর আগে জুলাই মাসে আরও একটি সমীক্ষা হয়েছিল। সেখানে ট্রুডোকে গত ৫০ বছরে সব থেকে খারাপ প্রধানমন্ত্রীর তকমা দেওয়া হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: সন্ত্রাস দমনে বৈশ্বিক পরিকাঠামোর ডাক, ইঙ্গিতে চিন-পাকিস্তানকেই কাঠগড়ায় তুললেন মোদি]

উল্লেখ্য, দুই দফায় (১৯৬৮-১৯৭৯ এবং ১৯৮০-১৯৮৪) কানাডার প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো। যিনি কানাডার অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবি বিবেচিত হন। বাবার নাম খারাপ করছে ছেলে, এমনটাই মনে করছেন প্রবীণ কানাডিয়ানরা। ২০২৫ সালের অক্টোবর মাসে কানাডায় প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার কথা। ট্রুডোর পক্ষে সেই অগ্নিপরীক্ষা উতরোনো কঠিন। এমনটাই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘দুর্নীতির মিথ্যে অভিযোগ’, কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে ১০ কোটির মানহানির মামলা হিমন্তের স্ত্রীর]

প্রসঙ্গত, ভারতের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক শিখ বসবাস করেন কানাডায়। ওয়াকিবহাল মহলের দাবি, গদি বাঁচাতে তাঁদের সমর্থন পেতেই খলিস্তানি জঙ্গির খুন নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দেগেছেন ট্রুডো। ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপড়েন প্রধানমন্ত্রীর ‘ভ্রান্ত’ বিদেশ নীতির উদাহরণ, মনে করছেন বহু কানাডাবাসী। এছাড়াও ট্রুডোর জনপ্রিয়তা হ্রাসের প্রধান কারণ দীর্ঘদিন ধরে চলা দেশের আর্থিক মন্দা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement