Advertisement
Advertisement

কানাডার প্রধানমন্ত্রীকে এই পোশাকে দেখেছেন কখনও?

দেখুন ছবি।

Canada PM Justin Trudeau goes ‘desi’ during temple visit in Toronto
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2017 8:06 am
  • Updated:July 23, 2017 8:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার টরেন্টো শহরে এক হিন্দু মন্দিরের দশ বছর পূর্তির অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে একেবারে খাঁটি ভারতীয় পোশাকে দেখা গেল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। গলায় মালাও পরেছিলেন তিনি। অনুষ্ঠানে হাজির ছিলেন বিদেশমন্ত্রকের প্রাক্তন মুখপাত্র ও কানাডায় ভারতের হাই কমিশনার বিকাশ স্বরূপও।

CANADA_WEB

Advertisement

সারা বিশ্বে জুড়ে নানা ধরনের আধ্যাত্বিক ও সমাজিক কাজ করে বোচা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বা BAPS।  বিভিন্ন দেশে এই হিন্দু সংগঠনটির ৩ হাজারেরও বেশি শাখা রয়েছে। সংস্থাটির কাজকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘও। টরেন্টো শহরে BAPS পরিচালিত একটি হিন্দু মন্দির আছে। সেই মন্দিরের দশ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে পশ্চিমী পোশাক নয়, কানাডার প্রধানমন্ত্রীর পরনে ছিল নীল রঙের কুর্তা ও পাজামা। গলায় ছিল মালা। শুধু ভারতীয় পোশাক পরাই নয়, হিন্দু রীতি মেনে মন্দিরের যাবতীয় আচার-অনুষ্ঠানও পালন করেন কানাডার প্রধানমন্ত্রী। টরেন্টোয় BAPS পরিচালিত মন্দিরের স্থাপত্যের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্তী জাস্টিন ট্রুডো বলেন, এই মন্দির কানাডায় ধর্মীয় সম্প্রীতির পীঠস্থান।

TEMPLE_WEB

BAPS পরিচালিত এই হিন্দু মন্দিরের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টরেন্টো শহরের মেয়র জন টোরি। মন্দিরের মহন্ত স্বামী মহারাজের হাতে টরন্টো শহরের প্রতীকী চাবি তুলে দেন তিনি। মেয়র জন টোরি বলেন, ‘টরেন্টো শহরের এক মানবতাবাদীকে স্বীকৃতি দিয়ে পেরে আমি সম্মানিত। নিজের কাজের মাধ্যমে টরেন্টো শহরকে সমৃদ্ধ করেছেন তিনি।’

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement