Advertisement
Advertisement
North Korea

বন্যাবিধ্বস্ত উত্তর কোরিয়াকে সাহায্যের আশ্বাস পুতিনের, ‘সত্যিকারের বন্ধু’র প্রতি কৃতজ্ঞতা কিমের

বৃষ্টি ও গায়েমি ঝড়ের ধাক্কায় মৃত্যুমিছিল কিমের দেশে।

Can always count on our help, Putin to North Korea's Kim
Published by: Biswadip Dey
  • Posted:August 4, 2024 4:05 pm
  • Updated:August 4, 2024 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর বন্যার কবলে উত্তর কোরিয়া। অগণিত মৃত্যু ও সম্পত্তি ধ্বংসের ঘটনায় জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে রাষ্ট্রপ্রধান কিম জং উনের পাশে দাঁড়ালেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তাঁকে সান্ত্বনা জানিয়ে বার্তা পাঠালেন, ”আপনি সবসময় আমাদের সাহায্য এবং সমর্থনের উপর নির্ভর করতে পারেন।” অবিলম্বে মানবিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, পুতিন কিমকে টেলিগ্রামে লিখেছেন, ”ঝড়ের কবলে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের আমার তরফ থেকে সমবেদনা জানাবেন।” জবাবে কিমের প্রশাসনের তরফে জানানো হয়েছে, মস্কোর তরফে সমবেদনার বার্তা পাঠানো হয়েছে উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রককে। কিম জানিয়েছেন, যদি ত্রাণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তবে তাঁরা ‘সত্যিকারের বন্ধু’র কাছ থেকেই নেবেন।

Advertisement

[আরও পড়ুন: পোর্শেকাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে, স্কুটিচালক মহিলাকে শূন্যে উড়িয়ে দিল কিশোরের গাড়ি]

বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়ার (North Korea) নানা এলাকা। এর পর তাণ্ডব দেখায় ঝড় গায়েমি। যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ে। কয়েকটি এলাকায় ভূমিধস নামে। গত সপ্তাহেই দেখা যায়, দেশের রাজধানী পিয়ংইয়ং থেকে শুরু করে বন্যা কবলিত বিভিন্ন এলাকা স্পিড বোটে চেপে ঘুরে দেখছেন কিম। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে হিসেব-নিকেশ করছেন। দ্রুত সব ধরনের জরুরি ব্যবস্থাপনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। প্রত্যেক বছর এসময় বর্ষাকাল থাকে উত্তর কোরিয়ায়। গায়েমি ঝড়ের প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়াতেও। সেখানেও ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বিপর্যস্ত সেদেশও। ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তাঘাট। ভেঙে গিয়েছে বহু বাড়ি।

প্রসঙ্গত, পুতিন ও কিমের (Kim Jong Un) বন্ধুত্বের বিষয়টি নতুন নয়। সম্প্রতি উত্তর কোরিয়া সফরেও গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। আমেরিকাকে চাপে ফেলতে আরও শক্তিশালীভাবে জোটবদ্ধ হয়েছে মস্কো ও পিয়ংইয়ং। তাৎপর্যপূর্ণ ভাবে, উত্তর কোরিয়ায় গিয়ে কিমকে পাশে বসিয়ে গাড়ি চালিয়েছিলেন পুতিন। পড়ে সেই গাড়ি তিনি ‘বন্ধু’কে কিমকে উপহার হিসাবে দিয়েছেন। এবার বন্যার সময়ও তাঁর পাশে দাঁড়ানোর বার্তা পুতিনের (Vladimir Putin)।

[আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র সংস্থায় এক বছরে সাড়ে ৬ কোটি নগদ জমা! বিপুল টাকার উৎস কী? তদন্তে ED]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement