Advertisement
Advertisement

Breaking News

দ্রুতগতিতে উলটে গেল স্কুটার, অবাক রক্ষা ৩ আরোহীর

দেখুন সেই রোমহর্ষক ভিডিও।

Cam captures freak accident on Chinese road
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2017 9:09 am
  • Updated:October 3, 2019 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুতগতিতে ছুটছিল স্কুটার। এক ব্যক্তির ছোট্ট গাড়িতে সওয়ারি তাঁর স্ত্রী ও সন্তান। আচমকাই রাজপথে উলটে যায় স্কুটারটি। সাক্ষাৎ মৃত্যু। বরাত জোরে বাঁচার পর আরও চমক ছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চালক কোনওমতে রাস্তায় তোলার পর আর এক বিপত্তি। চালকের হাত ফসকে দ্রুত গতিতে স্কুটারটি দৌড়াতে থাকে। পরপর গাড়িতে ধাক্কা। তবে একজনও সেভাবে জখম হননি। আজব ঘটনার সাক্ষী রইলেন চিনের তাইঝু শহরের বাসিন্দারা।

Advertisement

কী বলবেন একে অলৌকিক রক্ষা। নাকি কপালের ফের। নিশ্চিত মৃত্যু কিংবা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকলেও কিস্যু হয়নি। প্রায় ৫০ কিলোমিটার গতিতে স্কুটারটি ছুটছিল। আচমকাই গাড়িটি পালটি খায়। প্রায় ৩৬০ ডিগ্রিতে ঘুরে স্কুটারটি রাস্তার মাঝখানে আছড়ে পড়ে। যার অভিঘাতে স্কুটার থেকে পড়ে যান তিন আরোহী। এতবড় ঘটনা ঘটে গেলেও আরোহীদের তেমন আঘাত পাননি। চালক উঠে যখন স্কুটারটিকে নিয় ইউ টার্নের চেষ্টা করেন তখন ঘটে যায় গোল। কোনও কারণে গাড়ির ব্রেক ফেল করে। আরোহী গাড়ি সামলাতে পারেননি। তাঁর হাত ছেড়ে স্কুটার দৌড়াতে থাকে। এরপর পরপর গাড়িতে ধাক্কা মারতে থাকে স্কুটারটি। কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

[প্রাক্তন প্রেমিকা ফিরল বর্তমান বস হয়ে, তারপর…]

চিনের তাইঝু শহরের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাইঝু শহরটি জিয়াংশু প্রদেশের মধ্যে পড়ে। এই শহরে অফিস টাইমে প্রবল গাড়ির চাপ থাকে। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement