সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় (California) এলোপাথারি গুলি। ঘটনাস্থলে ইতিমধ্যে চার জনের মৃত্যু হয়েছে। আহত বহু। পুলিশের পালটা গুলিতে বন্দুকবাজও জখম হয়েছে বলে খবর।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলসের অরেঞ্জ এলাকায়। আচমকাই একটি দোতলা বাড়ি থেকে গুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এক বন্দুকবাজ ওই বাড়িটিতে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে দেয়।অতর্কিত হামলায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনেকে। রক্তে ভেসে যায় গোটা এলাকা। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ কর্মীরা। তাঁরা প্রথমে বন্দুকবাজকে আত্মসমর্পন করতে নির্দেশ দেন। কিন্তু বন্দুকবাজ তাঁদের নির্দেশ মানেনি। ফলে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে জখম হয়েছে বন্দুকবাজ।
স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, গুরুতর জখম অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে এক শিশু-সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। সাতজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
Police in Orange, California, south of Los Angeles, reported a shooting with “multiple victims at the scene including fatalities,” but said the situation has been “stabilized” with no further threat to the public: Reuters
— ANI (@ANI) April 1, 2021
প্রসঙ্গত, ২৩ তারিখ কলোরাডোর একটি দোকানে হামলা চালায় এক বন্দুকবাজ। হামলাকারীর এলোপাথারি গুলিবর্ষণে এক পুলিশকর্মী-সহ মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। স্থানীয় পুলিশকর্তা ক্যারি ইয়ামাগুচি জানিয়েছিলেন, সোমবার উত্তর কলোরাডোর বোলডার শহরের ‘কিং স্কুপার্স’ নামের একটি দোকানে হামলা চালায় এক বন্দুকবাজ। গুলির আঘাতে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এর মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.