সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাসে একে পর এক জঙ্গি হামলায় জেরবার ইংল্যান্ড। দেশ জুড়ে জারি চরম সতর্কতা। এরইমধ্যে এবার খোদ বাকিংহাম প্যালেসের সামনে তরোয়াল নিয়ে পুলিশকর্মীদের উপর হামলা চালাল এক ব্যক্তি। ঘটনায় তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমেছে লন্ডন পুলিশের সন্ত্রাস দমন শাখা। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায়।
[মায়ানমারে তুমুল লড়াই, রোহিঙ্গা শরণার্থীদের ঢলে বিপাকে বাংলাদেশ]
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বাকিংহাম প্যালেস লাগোয়া ‘হাই সিকিউরিটি জোন’-এ গাড়ি থামান এক ব্যক্তি। গাড়িতে প্রায় ৪ ফুট লম্বা একটি তরোয়াল ছিল। ‘আল্লা-হু-আকবর’ বলে স্লোগানও দিচ্ছিল ওই ব্যক্তি। কর্তব্যরত পুলিশকর্মীরা গাড়ির কাছে যেতেই, তাঁদের উপর তরোয়াল নিয়ে চড়াও হয় সে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। শেষপর্যন্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তরোয়ালের আঘাতে আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাকিংহাম প্যালেসের সামনে একটি শপিং মলে টহল দিচ্ছিলেন পুলিশকর্মীরা। সেইসময়ে তাদের উপর হামলা চালায় এক ব্যক্তি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সন্ত্রাস দমন শাখা।
Police surround Buckingham Palace after attack on police officers pic.twitter.com/aiCN2XOMSf
— Tom Richell (@tomrichell) 25 August 2017
ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। বেশ কিছুক্ষণ তালাবন্ধ থাকে বাকিংহাম প্যালেস। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ইংল্যান্ডেরই নাগরিক। বেডফোর্ডশ্যায়ার কাউন্টির লুটন শহরের বাসিন্দা সে।
[মানববর্জ্যেই সুরক্ষা মঙ্গলে, যুগান্তকারী আবিষ্কারের পথে বিজ্ঞানীরা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.