সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ট্রিপ ক্লাবে গিয়ে মদ্যপান করে আনন্দ করবেন। এই ছিল উদ্দেশ্য। কিন্তু অল্প সময়ে অতিরিক্ত মদ্য়পান করে আর বাড়িই ফেরা হল না এক ব্রিটিশ যুবকের। মাত্র ৯০ মিনিটের মধ্যে ২২টি শটস্ খেয়ে প্রাণ হারান তিনি।
ঘটনা পোল্যান্ডের ক্র্যাকোর। জানা গিয়েছে, ৩৬ বছরের মৃত যুবকের নাম মার্ক সি। পোল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তিনি। ক্র্যাকোর ওয়াইল্ড স্ট্রিপ ক্লাবে বিনামূল্যে প্রবেশের অফার চলছিল। সেই দেখেই বন্ধুদের সঙ্গে ঢুকে পড়েন মার্ক। তবে ক্লাবে ঢোকার আগে থেকেই নাকি মদ্যপ ছিলেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মার্ক আর মদ্যপান করতে না চাইলেও সেই ক্লাবের কর্মীরাই নাকি তাঁকে একের পর এক শট পরিবেশন করেন। অভিযোগ, তাঁর সামনে নাকি দু’ডজন শট রেখে দেওয়া হয়। সবগুলি খাওয়ার আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এই সুযোগে নাকি মার্কের থেকে প্রায় ৪২ হাজার টাকা চুরি করে নেন ক্লাবের কর্মীরা। পরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন মার্ক।
ঘটনাটি ২০১৭ সালে ঘটে থাকলেও সম্প্রতি পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে গোটা ঘটনাটিই ছিল পূর্ব পরিকল্পিত। মোট ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে সাতশোরও বেশি অপরাধ মূলক অভিযোগ দায়ের আছে। এমনকী মার্ক যখন মাটিতে পড়ে যান, তখন তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, শরীর একসঙ্গে যতখানি মদ গ্রহণ করতে পারে, তার চেয়ে দ্রুত তা শরীরে প্রবেশ করলেই সমস্যা হয়। সঙ্গে সঙ্গে শরীরে মদের নানা পার্শ্বপ্রতিক্রিয়া ঘটতে থাকে। এক্ষেত্রে দ্রুত হাসপাতালে ভরতি ও চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু মার্কের ক্ষেত্রে তা করা হয়নি বলেই প্রাণ হারান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.