Advertisement
Advertisement

Breaking News

BBC Britain

রামমন্দির উদ্বোধনে ‘পক্ষপাতদুষ্ট’ সম্প্রচার! ব্রিটিশ পার্লামেন্টেই তোপের মুখে BBC

বিশ্বে কী কী ঘটছে সেটার সঠিক তথ্য তুলে ধরছে না বিবিসি, তোপ ব্রিটিশ সাংসদের।

British MP slams BBC for biased report on Ram mandir inauguration | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 4, 2024 4:06 pm
  • Updated:February 4, 2024 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবিসিকে (BBC) পক্ষপাতদুষ্ট বলে পার্লামেন্টে দাঁড়িয়ে কটাক্ষ করলেন ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। তাঁর মতে, একপেশেভাবে রামমন্দির উদ্বোধনের সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদসংস্থা। তাদের উচিত, বিশ্বে কী ঘটছে সেটা সঠিকভাবে তুলে ধরা উচিত। উল্লেখ্য, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের (Ram Mandir Inauguration) সরাসরি সম্প্রচার হয় গোটা বিশ্বে। সম্প্রচারকারীদের তালিকায় ছিল বিবিসির নামও।

ঠিক কী অভিযোগ এনেছেন ব্রিটিশ সাংসদ? পার্লামেন্টে দাঁড়িয়ে ববের অভিযোগ, “গত সপ্তাহে অযোধ্যা রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছে। বিশ্বের সকল হিন্দুর কাছে এটা অত্যন্ত আনন্দের। কিন্তু দুঃখের বিষয়, বিবিসির সম্প্রচারে বলা হয়েছে মন্দিরের নির্মাণস্থলটি আসলে একটি মসজিদের ধ্বংসাবশেষ। বিবিসি ভুলে গিয়েছে দুহাজার বছরেরও বেশি সময় ধরে ওই জায়গায় মন্দিরই ছিল। তাছাড়া মুসলিমদেরও অযোধ্যায় আলাদা করে পাঁচ একর জমি দেওয়া হয়েছে মসজিদ তৈরির জন্য।”

Advertisement

[আরও পড়ুন: রাজ্যসভায় বিজেপির প্রার্থী কারা? দিল্লিতে চারজনের নাম পাঠাল বঙ্গের গেরুয়া ব্রিগেড]

রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের সম্প্রচারে বিবিসির পক্ষপাতিত্ব নিয়ে আলোচনা করতে চেয়ে অন্য সাংসদদের কাছে সময়ও চান বব। তাঁর মতে, গোটা বিশ্বে কী কী ঘটছে সেটা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারছে না বিবিসি। সংবাদসংস্থার এমন পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা উচিত সরকারের। নিজের এক্স হ্যান্ডেলেও ঋষি সুনাকের দলের সাংসদ বলেন,”রামমন্দির উদ্বোধন নিয়ে বিবিসি যেভাবে সম্প্রচার করেছে সেটা নিয়ে উদ্বিগ্ন অন্যান্য সাংসদরাও। কারণ বিবিসি সম্প্রচারের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে।”

উল্লেখ্য, বিবিসির বিরুদ্ধে আগেও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল গোটা দেশে। তবে সেবার বিবিসির পাশেই ছিল ব্রিটিশ (Britain) সরকার। তাদের তরফে সাফ বার্তা দেওয়া হয়,”সংবাদমাধ্যমকে কোনও ভয় ছাড়া কাজ করতে দেওয়া হোক। এই স্বাধীনতাই আসল চাবিকাঠি। আর সেটা আমরা সারা পৃথিবীর সমস্ত বন্ধুকেও জানিয়ে দিতে চাই। যার মধ্যে ভারত সরকারও রয়েছে।” তবে এবার পালটে গেল সেই ছবিটা। বিবিসির নিন্দা শুরু হল ব্রিটিশ পার্লামেন্টের অন্দরেই।

[আরও পড়ুন: ৩৬টি হাউথি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আমেরিকা ও ব্রিটেনের পাশে ৬ ‘বন্ধু’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement