সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০৬ বছর পর অবশেষে বোধোদয়? জালিয়ানওয়ালাবাগে নারকীয় হত্যাকাণ্ডের জন্য এবার ব্রিটিশ সরকারকে সরকারিভাবে ক্ষমা চাইতে বললেন সেদেশেরই বিরোধী দলের সাংসদ বব ব্ল্যাকম্যান। তাঁর কথায়, ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড একটা কালো দাগ। তাই সরকারিভাবে ভারতের কাছে ক্ষমা চাওয়া উচিত ব্রিটেনের।
বৃহস্পতিবার হাউস অফ কমন্সে ভাষণ দেন কনজারভেটিভ সাংসদ ব্ল্যাকম্যান। তিনি বলেন, “১৯১৯ সালের ১৩ এপ্রিল শান্তিপূর্ণভাবে বহু মানুষ জালিয়ানওয়ালাবাগে একত্রিত হয়েছিল। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল। ঠিক সেই সময়েই ব্রিটিশ সেনাকর্তা জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। ১৫০০ মানুষের মৃত্যু হয়। আহত হন আরও ১২০০জন। সবমিলিয়ে, জেনারেল ডায়ার এবং তাঁর এই কর্মকাণ্ড গোটা ব্রিটিশ সাম্রাজ্যের গায়ে একটা কালো দাগ।”
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরে ব্রিটিশ সাংসদের দাবি, এই ন্যক্কারজনক ঘটনার জন্য ভারতের কাছে ক্ষমা চান কিয়ের স্টারমার সরকার। তাঁর কথায়, “যা হয়েছে সেই ভুল স্বীকার করে নিয়ে ব্রিটিশ সরকার কি একটা বিবৃতি প্রকাশ করতে পারে না? ভারতের কাছে ক্ষমা চাওয়া যায় না?” উল্লেখ্য, বর্তমানে কনজারভেটিভ পার্টি ব্রিটেনের বিরোধী দল। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ক্ষমতাসীন সরকারের শরিক ছিল তারা।
Today, I raised the Jallianwala Bagh Massacre.
I asked the Govt to formally give an apology to the people of India ahead of the atrocities anniversary. pic.twitter.com/UMhHY38ISH
— Bob Blackman (@BobBlackman) March 27, 2025
প্রসঙ্গত, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০ বছর পর দুঃখপ্রকাশ করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। তিনি বলেন, “ওই ঘটনা ব্রিটিশ ভারতের ইতিহাসে বেদনার উদাহরণ ওই হত্যাকাণ্ড এবং তার ফলের জন্য আমরা গভীর ভাবে দুঃখিত।” ভারতে ব্রিটেনের তৎকালীন রাষ্ট্রদূত ডমিনিক আস্কিথ জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালে যান। মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, “একশো বছর আগের সেই গণহত্যার জন্য ব্রিটেন আজও লজ্জিত। ১০০ বছর আগে যে ঘটনা ঘটেছিল তা ব্রিটিশ ইন্ডিয়ার ইতিহাসে লজ্জাজনক দাগ।” কিন্তু এখনও ক্ষমা চায়নি ব্রিটেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.