Advertisement
Advertisement

মরদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মাতল যুবক! তারপর…

যুবকের কীর্তিতে আপনিও অবাক হবেন৷

British man jailed for necrophilia

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:February 2, 2019 3:43 pm
  • Updated:February 2, 2019 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্দেশ্য ছিল চুরি করা৷ সেই পরিকল্পনা নিয়ে শ্মশানে ঢোকে এক যুবক৷ তারপর যা কাণ্ড ঘটল, তা শুনে আঁতকে উঠছেন সকলেই৷ কেন এমন করল সে, তা নিয়েও তৈরি হয়েছে ধন্দ৷

সহপাঠীকে মেরে রক্তপান, হাসপাতালে চিকিৎসক সেজে ধৃত ‘ভ্যাম্পায়ার’

ব্রিটিশ যুবক কাসিম খুররাম৷ বছর তেইশের ওই যুবক উপার্জনের জন্য প্রায়শই চুরি করে৷ একদিন সে ঢুকে পরে বার্মিংহামের একটি শ্মশানে৷ সে দেখতে পায় একের পর এক মৃতদেহ পড়ে রয়েছে সেখানে৷ পরিকল্পনা ছিল চুরি করার৷ কিন্তু নেশার ঘোরে ভুলে যায় আসল কাজের কথা৷ পরিবর্তে পরপর তিনটি মৃতদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে ওঠে ওই যুবক৷ বিকৃত যৌনতার কথা রটতে সময় লাগেনি বেশিক্ষণ৷ খবর পৌঁছয় প্রশাসনের কাছেও৷ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়৷

Advertisement

শুরু হয় বিচার৷ আদালতের প্রশ্নের মুখে আর অভিযোগ অস্বীকার করতে পারেনি ওই যুবক৷ পরিবর্তে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে নেয় সে৷ জানায়, শ্মশানে চুরির উদ্দেশ্যে গিয়েছিল৷ ড্রাগের নেশায় ডুবে ছিল সেই সময়৷ নেশার ঘোরে শ্মশানে থাকা তিন মৃতদেহের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে ওঠে সে৷ যদিও অভিযুক্তের আইনজীবীর দাবি, গ্রেপ্তারির পর তদন্তের স্বার্থেই কাশিম খুররাম নিজের দোষ স্বীকার নিয়েছে৷ নেশার ঘোরেই এমন কাজ করেছে সে৷ এর আগে কখনও মৃতদেহের সঙ্গে যৌনতায় মেতে ওঠেনি কাশিম৷ এমনকি সে নেক্রোফিলিক অর্থাৎ মৃতদেহের সঙ্গে যৌনতার প্রবণতা তার চারিত্রিক বৈশিষ্ট্যে নেই বলেও দাবি ওই আইনজীবীর৷

BRITISH-MAN

আমেরিকায় পোলার ভর্টেক্স-এর তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ২১

অভিযুক্তের স্বীকারোক্তি শুনে অবাক হয়ে যান খোদ বিচারক৷ কিন্তু কেন  আচমকা এমন বিকৃত যৌনতায় মেতে উঠল কাশিম, তার কোনও ব্যাখ্যাই দিতে পারছে না সে৷ অপরাধের ভিত্তিতে ওই যুবককে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক৷ আপাতত তাই শ্রীঘরেই থাকতে হবে ওই যুবককে৷ কাশিমের এই শাস্তি দেশের অন্যান্য বিকৃতকাম মানুষজনের কাছে একটা বার্তা বলে মনে করছে সমাজকর্মীদের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement