Advertisement
Advertisement

এই হোটেলে রাত কাটানো বিভীষিকার সমান!

কিন্তু সেই হোটেলে এমন কী আছে? কোথায় বা অবস্থিত এই সরাইখানা?

Britain's most haunted B&B where terrified guests have jumped out of windows
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 6:42 pm
  • Updated:July 27, 2016 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই হোটেলে আজ অবধি কেউ একা থাকতে পারেন নি৷ একাধিকবার বদল হয়েছে হোটেলের মালিকানাও৷ কিন্তু কেউই সেই হোটেলে বেশিদিন টিকতে পারেননি৷ অনেক সময় রাতে হোটেলের জানালা থেকেও ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেছেন বহু ব্যক্তি৷

কিন্তু সেই হোটেলে এমন কী আছে? কোথায় বা অবস্থিত এই সরাইখানা?

Advertisement

ইংল্যান্ডের গ্লসটারশায়ারের এনসিয়েন্ট রাম ইন বহু প্রাচীন একটি হোটেল৷ শোনা যায় এই হোটেলটি তৈরি হয়েছিল একটি গোরস্থানের উপরে৷ আর পরবর্তী সময়ে হোটেলটির রক্ষণাবেক্ষণের সময়ও হোটেলটি থেকে উদ্ধার হয়েছিল হাড় ও কঙ্কাল৷ কিন্তু ঠিক কোন কারণে এই হোটেলে ভৌতিক কাণ্ডকারখানা চলতে থাকে তা কিন্তু আজ অবধি কেউ জানতে পারেননি৷ বহু ভূত বিশেষজ্ঞরা একাধিকবার এই হোটেলে রাত কাটিয়েছেন৷ কিন্তু বিশেষ কোনও ভৌতিক ব্যাপার লক্ষ্য করেননি৷ কিন্তু তাঁরাও শেষমেশ ওই হোটেলে অশরীরীর অস্তিত্ব বিশ্বাস করে নিয়েছিল যখন হোটেলের মালিককে হোটেলের একটি ঘর থেকে টেনে বের করে নিয়ে যায় কোনও এক অদৃশ্য শক্তি৷ তাঁকে বাঁচাতে যাওয়ার সাহস পর্যন্ত কারও ছিল না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement