Advertisement
Advertisement

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন যৌন হেনস্থায় অভিযুক্ত কাভানাহ

নির্বাচনের আগে বড় স্বস্তি প্রেসিডেন্ট ট্রাম্পের৷

Brett Kavanaugh confirmed as US Supreme Court judge
Published by: Tanujit Das
  • Posted:October 7, 2018 5:53 pm
  • Updated:October 7, 2018 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী ব্রেট কাভানাহ। সিনেটের চূড়ান্ত ভোটে জয়ী হয়ে তার মনোনয়ন নিশ্চিত হয়। তাঁর পক্ষে ভোট দেন ৫০ জন ও বিপক্ষে ভোট দেন ৪৮ জন। ভোটদানে অনুপস্থিত ছিলেন একজন সেনেটর।

[ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি, মৃত কমপক্ষে ১১ জন]

Advertisement

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক পদে মনোনয়ন পাওয়ার পরই কাভানাহের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ ওঠে। তিনজন মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ যা সমগ্র মার্কিন মুলুকে বিতর্কের সৃষ্টি করে৷ অন্তর্বর্তী ভোটের আগে যা চাপে ফেলে ট্রাম্প প্রশাসনকেও৷ পিছিয় যায় কাভানাহের মনোনয়ন জমা নেওয়ার দিনক্ষণও৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন কাভানাহ। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার বিচারপতি পদে শপথ গ্রহণ করেন কাভানাহ৷ তাঁকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস৷ তবে খুব শান্তিপূর্ণ হয়নি কাভানাহের শপথগ্রহণ৷ তখন আদালতের বাইরে বিক্ষোভ দেখান অনেকেই৷

[ট্রাম্পকে বিষ-চিঠি পাঠিয়ে খুনের ষড়যন্ত্র, গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী]

অন্তর্বর্তীকালীন নির্বাচনের আগে কাভানাহের মার্কিন বিচারপতি পদে নিয়োগ হওয়া ট্রাম্পের কাছে বড় স্বস্তির বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ এই ঘটনার পরেই কাভানাহকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। টুইট বার্তায় তিনি জানান, কয়েকদিনের মধ্যেই তিনি কাভানাহের নিয়োগপত্রে স্বাক্ষর করবেন৷ উল্লেখ্য, কাভানাহের বিরুদ্ধে একাধিক যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। খ্রিস্টিয়ান ব্লেজি ফোর্ড নামে এক মহিলা অভিযোগ করেন, এক পার্টিতে মদ্যপান করে তাঁর উপর নাকি যৌন নির্যাতন চালিয়েছিলেন কাভানাহ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প মনোনীত এই বিচারপতি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement