Advertisement
Advertisement

Breaking News

ভূতের ভয়ে বাড়িছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট

শুধু তিনি নন, তাঁর স্ত্রীও নাকি অশরীরীর অস্ত্বিত্ব টের পেয়েছেন।

 Brazil's President Michel Temer left President palace as he felt bad Visbes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 8:40 am
  • Updated:March 12, 2017 8:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতের ভয়ে তটস্থ ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেমের। বাধ্য হয়ে পাল্টে ফেললেন বাড়িও। শনিবার ব্রাজিলের একটি সাপ্তাহিক সংবাদপত্রে এমনই খবর প্রকাশিত হয়েছে। যেখানে মাইকেল দাবি করেছেন, তিনি যে বাড়িটিতে থাকেন সেখানে নাকি ভূত রয়েছে। শুধু তাই নয়, রাজধানী ব্রাসিলিয়ায় অফিস থেকে বাড়ি ফেরার সময় ভূতেরাই তাঁর গাড়ি চালিয়েছেন, এমনও দাবি করেছেন তিনি।

‘সুকমায় সিআরপিএফ জওয়ানদের বলিদান বিফলে যাবে না’

কয়েকদিন আগেই টেমের জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ‘অ্যালোভোরাদা’ প্যালেসে থাকবেন না। ফিরে যাবেন আগের প্যালেসে। সেইমতো ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যেখানে থাকতেন সেই জাবারু প্যালেসেই স্ত্রী এবং সাত বছর বয়সি ছেলেকে নিয়ে ফিরে যান। ৭৬ বছর বয়সি তেমের জানান, ‘এখানে কিছু একটা রয়েছে। প্রথম দিন থেকেই আমি ঘুমোতে পারিনি। কোনও একটা খারাপ শক্তি রয়েছে। বারবার আমি সেটা অনুভব করেছি। আমার স্ত্রী মার্সেলাও আমার সঙ্গে সহমত। সেও কারোর উপস্থিতি টের পেয়েছে। কেবলমাত্র আমাদের ছেলে মাইকেলজিনহোর এই বাড়িটি পছন্দ হয়েছে। আমাদের বারবার মনে হয়েছে বাড়িটায় ভূত রয়েছে।’

Advertisement

পোশাক বদলাচ্ছেন রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিও

জানা গিয়েছে, টেমের নাকি এক ওঝাকেও নিয়ে এসেছিলেন, যাতে এই ভুতুড়ে কাণ্ড থামানো যায়। কিন্তু সফল হয়নি সেই প্রচেষ্টাও। শুধু বাড়ি নয়, রাজনৈতিক দিক থেকেও এখন কোণঠাসা বর্তমান প্রেসিডেন্ট। টেমের এবং তাঁর দলের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকী আদালতে মামলাও চলছে।

‘সুকমায় সিআরপিএফ জওয়ানদের বলিদান বিফলে যাবে না’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement