Advertisement
Advertisement
ব্রাজিলিয়ান মডেল টেলস সোয়ার্স, সাও পাওলো ফ্যাশন উইক

ব়্যাম্পে হাঁটতে হাঁটতেই মৃত্যু মডেলের, মর্মান্তিক ঘটনা ফ্যাশন উইক-এ

অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ২৬ বছর বয়সি ওই মডেলের।

Brazilian model died during during catwalk at Sao Paulo Fashion Week
Published by: Sandipta Bhanja
  • Posted:April 28, 2019 4:45 pm
  • Updated:April 28, 2019 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব়্যাম্পে হাঁটার সময়ে আচমকা পড়ে গিয়ে মৃত্যু হল মডেলের। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাও পাওলো ফ্যাশন উইকে। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান অন্যান্য মডেল থেকে শোয়ে উপস্থিত ফ্যাশন বিশেষজ্ঞরাও। কীভাবে তাঁর মৃত্যু হল? অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই পুরুষ মডেলের। তবে হৃদরোগ জনিত কোনও সমস্যা তাঁর আগে ছিল কিনা বা পড়ে গিয়ে আচমকা হার্ট অ্যাটাক কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এই ঘটনায় ফ্যাশন জগতে বেশ উদ্বেগ বেড়েছে।

[আরও পড়ুন:  সিকিমের দিকে বম্বার মোতায়েন করে চোখ রাঙাচ্ছে ড্রাগন]

Advertisement

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলো ফ্যাশন উইকে। শনিবার ঘটে ওই ঘটনা। এদিন ফ্যাশন উইকের শেষ দিন ছিল। ফ্যাশন উইক সূত্রে জানা গিয়েছে, ওই মডেলের নাম টেলস সোয়ার্স। ফ্যাশন-লাইন ‘ওকসা’র শো চলছিল ওই সময়ে। সংশ্লিষ্ট ওই ফ্যাশন উইকে এদিন টেলস সোয়ার্স ব়্যাম্প মাতাচ্ছিলেন ‘ওকসা’র মডেল হয়ে। ঠিক তখনই ঘটে এই ঘটনা। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

২৬ বছর বয়সি ওই মডেল ক্যাটওয়াক করতে করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ব়্যাম্প ওয়াক যখন তাঁর শেষ পর্যায়ে, ব্যাক স্টেজের দিকে ফিরছিলেন তিনি। এরই মাঝে হঠাৎ পড়ে যান টেলস। উদ্যোক্তারা ছুটে আসেন স্টেজে। টেলসকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর তাঁকে দেখেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সাও পাওলো ফ্যাশন উইকের তরফে টেলস সোয়ার্সের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

[আরও পড়ুন:  খারিজ নীরব মোদির জামিনের আবেদন, জেলেই থাকছেন ‘হীরক রাজা’]

প্রসঙ্গত, এর আগেও শারীরিক অসুস্থতার কারণে কম বয়সেই মডেলের মৃত্যু ঘটেছে। ছিপছিপে চেহারায় ফ্যাশন ব়্যাম্প মাতানোর লক্ষ্যে অনেক সময়েই মডেলরা দিনের পর দিন না খেয়ে ওজন কমানোর চেষ্টা করেন। এতে হিতে বিপরীত ঘটে। এর আগে ব্রাজিলের খ্যাতনামা মডেল আনা ক্যারোলিনা রেস্টন নামে এক মডেল অ্যানোরেক্সিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ২১ বছর বয়সী ওই মডেলের উচ্চতা ছিল ৫ ফুট ৮ ইঞ্চি, কিন্তু ডায়েট করে ওজন নামিয়েছিলেন ৪০ কেজিতে। এরপর ফের ওজন কমানোর চেষ্টা করলে তা মারাত্মক আকার ধারণ করে। শেষে অ্যানোরেক্সিয়া নারভোসায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement