Advertisement
Advertisement

Breaking News

লাইভ শোয়ে অতিথির নিতম্বে হাত দিলেন সঞ্চালক, তারপর…

কী ঘটল সেখানে?

Brazilian bikini model punches presenter after his hands wander as he shows how best to apply sun cream
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 27, 2017 3:45 pm
  • Updated:February 27, 2017 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শো চলাকালীনই সঞ্চালকের গালে কষিয়ে চড় মারলেন আমন্ত্রিত মহিলা৷ ব্রাজিলের টিভি চ্যানেলে লাইভ শো চলছিল তখন৷ আর সেই শোতেই ঘটল এই কাণ্ড৷ ত্বক ও শরীরচর্চা বিষয়ক এই অনুষ্ঠানে সঞ্চালক বিশ্রীভাবে আমন্ত্রিত যুবতীর নিতম্বে হাত দিতে বেজায় চটে যান তিনি৷ বার দুয়েক সঞ্চালককে এমন কাজ করতে মানা করার পর রাগের বশে সঞ্চালকের গালে কষিয়ে চড় মারেন তিনি৷ এরপর অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি৷

3DB1B82700000578-4261084-image-a-8_1488110882434

Advertisement

এই ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, রেসসা টেক্সাইরো ব্রাজিলের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন নিজের সুন্দর চেহারার জন্য৷ তাঁর সুঠাম চেহারার জন্যই তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ আর সেই অনুষ্ঠানেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়৷ সানসস্ক্রিনের ব্যবহার কীভাবে করা উচিত, তা দেখাতে গিয়েই মহিলার পশ্চাতে বার দুয়েক হাত বুলোয় সঞ্চালক৷ আর এতেই বেজায় রেগে যান রেসসা৷ দু’বার তিনি সঞ্চালককে এমন কাজ করতে নিষেধ করলেও, সঞ্চালক তাঁর কথায় পাত্তা দেয়নি৷ আর তারপরই রাগের বশে সঞ্চালককে চড় মারেন তিনি৷ রাগে ফুঁসতে ফুঁসতে সেট ছেড়ে বেরিয়েও যান তিনি৷

3DB1B81500000578-4261084-image-a-10_1488110896827

এই ঘটনা প্রকাশ্যে আসায় স্বভাবতই বিতর্কের পারদ চড়েছে৷ সঞ্চালকের এই ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷

(OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement