Advertisement
Advertisement

গোঁড়ামির রক্তচক্ষু উপেক্ষা করেই বাংলাদেশের একমাত্র মহিলা রিকশাচালক ইনি

সমাজের চিন্তা করলে পেট চলবে কেমন করে?

Braving society, she is the only woman rickshaw puller in Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 1:44 pm
  • Updated:February 28, 2017 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোঁড়া সমাজ৷ বিদ্রূপ, কটূক্তি, রক্তচক্ষুর শাসানি – বাধা অনেকই ছিল৷ কিন্তু পেটের চাহিদা তার চেয়েও বেশি ছিল৷ শুধু একার খিদে নয়, সন্তানদের কথাও তো ভাবতে হবে? সমাজের চিন্তা করলে কেমন করে হবে? এই কথা ভেবেই কোমর বেঁধে নেমে পড়েছিলেন পুরুষশাসিত পেশায়৷ মোসাম্মত ইয়াসমিন৷ বাংলাদেশের একমাত্র মহিলা রিকশাচালক৷

পদত্যাগ করতে হল উবের-এর সফটওয়্যার হেড অমিত সিংঘলকে

Advertisement

c173aab0-5fea-4247-bff9-746d697067fb

মাথায় হেলমেট৷ পরনে শাড়ি৷ গত পাঁচ বছর ধরে বাংলাদেশের রাস্তায় এভাবেই সওয়ারি নিয়ে চলেছেন ইয়াসমিন৷ পথচলতি মানুষের কাছে তিনি ‘ক্রেজি আন্টি’৷ কিন্তু পাগলামো নয় অভাবের তাড়নাতেই সমাজের বিরুদ্ধে লড়ার সাহস পেয়েছেন ইয়াসমিন৷ স্বামী অন্য মহিলার সঙ্গে পালিয়ে যাওয়ার পর সন্তানদের নিয়ে অকুস্থলে পড়েছিলেন ইয়াসমিন৷ প্রথমে আয়ার কাজ, তারপরে কারখানায় শ্রমিক হিসেবে কাজ করারও চেষ্টা করেছিলেন৷ কিন্তু তাতে টাকা বড় কম৷ একজনের পেট কোনওরকমে চললেও পুরো পরিবারের পেট চলা দায়৷ ছেলেদের পড়াশোনার খরচও তো চালাতে হবে৷ সেই কারণেই প্রতিবেশীর রিকশাচালকের আসনে বসেছিলেন বাংলাদেশি মহিলা৷

বিয়ের আগে পার্টনারের থেকে এ সব প্রশ্নের উত্তর অবশ্যই জেনে নিন

898fc25e-b80b-4472-a5dc-5cd54dc4be7d

হ্যাঁ, বাধা প্রথমে প্রচুর এসেছে৷ কেউ তাঁকে শাসিয়েছে, কেউ নারী চরিত্র ও গুণাবলী বোঝানোর চেষ্টা করেছে, কেউবা মহিলা চালকের রিকশায় বসতেই আপত্তি করেছে৷ মহিলা চালক বলে কম টাকাও দিতে চেয়েছে অনেকে৷ কিন্তু সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ইয়াসমিন৷ আজ তিনি দিনে অন্তত ৬০০ টাকা তাই এমনতেই রোজগার করে নিতে পারেন৷

এবার জলের নিচেও নজরদারি চালাবে চিন

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement