Advertisement
Advertisement

প্রসবের LIVE ভিডিও ভাইরাল ফেসবুকে

হাঁ করে সেই ভিডিও দেখলেন দু’লাখেরও বেশি মানুষ৷

Brave mum broadcasts her labour on Facebook live
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2017 12:29 pm
  • Updated:January 3, 2017 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসব যন্ত্রণা থেকে সন্তানের জন্ম – পুরোটাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করলেন এক ব্রিটিশ মহিলা৷ হাঁ করে সেটা দেখলেন দু’লাখেরও বেশি মানুষ৷

ফেসবুকে আপাতত ভাইরাল সারা জেন জুংস্ট্রমের সন্তান প্রসবের ভিডিও৷ কখনও যন্ত্রণায় ছটফট করছেন, কখনও সোফায় বসে পিৎজা খাওয়ার সময় তাঁর জল ভাঙছে৷ লন্ডনের একটি বিজ্ঞাপনী সংস্থার প্রধান ৩৫ বছরের সারা তাঁর তৃতীয় সন্তানের জন্মের মুহূর্তগুলি একটি ওয়েবসাইট চ্যানেলে পোস্ট করে জানিয়েছেন, সিনেমায় যেভাবে সন্তান প্রসব দেখানো হয়, বাস্তব মোটেই তেমন নয়৷ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের শরীর থেকে আলাদা করতে নাড়ী ছেঁড়ার পদ্ধতিটিও ‘লাইভ’ দেখিয়েছেন৷ এত যন্ত্রণার মাঝেও সারা কী করে পুরো ঘটনাটির ধারা বিবরণী দিয়ে গেলেন তা দেখে তাজ্জব দর্শকরা৷ বাড়িতে নিজের সন্তানের জন্ম দেওয়ার পরই সারা সদ্যোজাতর নাম রাখেন এভেলিনা ব্লসম৷ ২১ ডিসেম্বর রাত দশটা নাগাদ সারা যখন সন্তানের জন্ম দিচ্ছিলেন তখন ৮৬ হাজার মানুষ ভিডিওটি দেখেন৷ এর কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি দেখেন ২ লাখ ১৬ হাজার জন৷

Advertisement

সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সারা দর্শকের উদ্দেশে বলেন, “এটা মোটেই মজার ব্যাপার নয়৷ অন্তঃসত্ত্বা মহিলারা এই ভিডিও দেখে যাতে সন্তানের জন্ম দেওয়া শিখতে পারেন তার জন্য আমি এই দৃশ্য সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি৷” সন্তানের জন্ম দেওয়ার পর আর একটি ভিডিওয় সারা বলেন, “সন্তানের জন্ম দেওয়া খবুই আনন্দের৷ তবু আর অন্তঃসত্ত্বা হব না৷ যদি কখনও হতে চাই, তাহলে এই কষ্টকর মুহূর্তের ভিডিও দেখব৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement