Advertisement
Advertisement

এই দম্পতির অসীম সাহসিকতার জোরেই চট্টগ্রামে ৫ জঙ্গি নিকেশ

বিপ্লবীদের দেশ বাংলাদেশে৷

Brave Bangladeshi couple foiled Terror plan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 17, 2017 8:09 am
  • Updated:March 17, 2017 8:09 am

সুকুমার সরকার, ঢাকা: বিপ্লবীদের দেশ বাংলাদেশ৷ মাস্টরদা সূর্য সেন ও প্রীতিলতা দাশের মতো স্বাধীনতা সংগ্রামীদের রক্ত মিশে রয়েছে ওই দেশেরই মাটিতে৷ এবার সন্ত্রাসবাদীদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ালেন চট্টগ্রামের এক দম্পতি৷ পেশায় স্বর্ণ ব্যবসায়ী সুভাষ দাশ ও তার স্ত্রী ছবি রাণী দাশ সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার হদিস দেন পুলিশকে৷ শুধু তাই নয়, পুলিশ না আসা পর্যন্ত খালি হাতেই দুই জঙ্গিকে জাপটে ধরে রাখেন এই দম্পতি। তাদের সাহসিকতার জন্যই সফল হয়  ‘অপারেশন অ্যাসল্ট ১৬’৷ খতম হয় ৫ জঙ্গি৷

[কাশ্মীর জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলির লড়াই নিরাপত্তারক্ষীদের]

ওই দম্পতির অসীম সাহসিকতার কারণেই গত বুধবার সীতাকুণ্ডে দু’টি জঙ্গি আস্তানার সন্ধান  পায় পুলিশ। সীতাকু্লের নামারবাজার আমিরাবাদের সাধন কুঠির বাড়ির মালিক সুভাষ চন্দ্র দাশ। এই বাড়িতেই থাকেন সাহসী দম্পতি। সুভাষ জানিয়েছেন , গত ২ মার্চ জাল পরিচয়পত্র দিয়ে ফ্ল্যাট ভাড়া নেয় ওই জঙ্গিরা৷ তা জানতে পেরে তাদের বাড়ি ছাড়তে বলেন সুভাষ৷ এনিয়ে বচসা বাধলে সন্দেহভাজনদের কাছে পিস্তল দেখতে পান তিনি৷ ইতিমধ্যে, এক মহিলা জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে৷ তবে তার আগেই স্ত্রীর চিৎকার শুনে তাকে জাপটে ধরেন সুভাষবাবু৷ এরপর, তাঁদের চিৎকার শুনে পুলিশে খবর দেওয়া  হয়৷ অবশেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয় জঙ্গিদের ৷

Advertisement

[কাশ্মীর জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলির লড়াই নিরাপত্তারক্ষীদের]

বৃহস্পতিবার, চট্টগ্রাম জেলার আমিরাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিকেশ পাঁচ জেএমবি জঙ্গি৷ তাদের লক্ষ্য ছিল বিদেশিদের ওপর হামলা করে ওই অঞ্চলে বিদেশি বিনিয়োগ বন্ধ করা। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম সড়কে  বড় ধরনের নাশকতা চালাতে প্রচুর গ্রেনেড ও বিস্ফোরক মজুদ করেছিল জঙ্গিরা।

[কীভাবে লড়তে হবে জঙ্গলে, ভিয়েতনামের সেনাকে শেখাচ্ছেন ভারতীয় জওয়ানরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement