Advertisement
Advertisement

Breaking News

OMG! বালকের শরীর থেকে ভেসে আসছে কুকুরের  ডাক

ছোট্ট অ্যান্টনি হাসপাতালে ভর্তি৷ অস্ত্রোপচারের মাধ্যমে সেই খেলনা বের করা হবে৷

Boy who accidentally swallowed a toy, squeaks every time he moves
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 7:04 pm
  • Updated:August 18, 2016 7:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পিক! পিক পিক! পিক পিক…’ কোনও গাড়ির আওয়াজ নয়৷ নেহাতই একটা খেলনা কুকুর এমন আওয়াজ করছে৷ কিন্তু এই আওয়াজ যেখান সেখান থেকে করছে না সেটি৷ খোদ মালিকের পেট থেকে সেই অদ্ভুত আওয়াজ করছে সে৷

আসলে সে ঠিক আওয়াজ করতে চাইছে না হয়তো, কিন্তু তার মালিক যখনই কথা বলছে, তখনই পেটের ভিতর চাপ পড়ছে৷ কিংবা হয়তো একটু জোরে শ্বাস নিচ্ছে মালিক, সেই সময়ও চাপ লাগছে পেটে৷ আর সেই চাপ পড়ার সঙ্গে সঙ্গেই ভেসে আসছে সেই ‘পিক…পিক…’ আওয়াজ৷

Advertisement

সম্প্রতি, অ্যান্টনি নামের একটি বালক ভুল করে তার খেলনা কুকুরটি খেয়ে নিয়েছে৷ আর তাই সেই খেলনা কুকুরের বর্তমান আস্তানা হয়েছে অ্যান্টনির পেট৷ আর সেখান থেকেই বারংবার ডেকে চলেছে সে৷

জানা গিয়েছে, ছোট্ট অ্যান্টনি হাসপাতালে ভর্তি৷ অস্ত্রোপচারের মাধ্যমে সেই খেলনা বের করা হবে৷

দেখুন সেই ভিডিওটি :

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement