সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। ডেরা ইসমাইল খান শহরে পুলিশকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। যার ফলে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত বেশ কয়েকজন পুলিশকর্মী। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি বলে খবর।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, শুক্রবার, পাকিস্তানের (Pakistan) সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের ডেরা ইসমাইল খান শহরে এই বোমা বিস্ফোরণ হয়। পুলিশকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। আহত ২১। এবিষয়ে পাক পুলিশের এক আধিকারিক মহম্মদ আদনান জানিয়েছেন, এটি কোনও আত্মঘাতী হামলা নাকি কাছাকাছি রাখা কোনও বোমা ফাটার কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ টহলদারি এলাকার খুব কাছে বিস্ফোরণটি হয়। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
বলে রাখা ভালো, যে অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে সেটি মূলত আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকা। সেখানে আইন কানুন বা সরকরাি নিয়ন্ত্রণ নেই বললেই চলে। যা অন্য দেশ-সহ পাকভূমেরও বহু ইসলামিক সন্ত্রাসীদের চরণক্ষেত্র।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসেই পাকিস্তানের বালোচিস্তানে (Balochistan) ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ৫৬ জনের। বালোচিস্তান প্রদেশের মাসতুঙ্গ এলাকায় একটি মসজিদের কাছে বিস্ফোরণ ঘটে। হজরত মহম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে মসজিদে জমায়েত ছিল বিশাল। তখনই কেঁপে ওঠে চারদিক। বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে নিশানায় থাকা গাড়িটি শূন্যে উঠে যায়। নিহতদের মধ্যে পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসারও ছিলেন বলেও খবর মিলেছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.