সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্মান তরুণী শানি লুকের উপর প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের অকথ্য অত্যাচারের দৃশ্য দেখে শিউরে উঠেছিল গোটা বিশ্ব। অবশেষে উদ্ধার হল সেই তরুণীর মৃতদেহ। জানালো ইজরায়েল। যদিও এতদিন মেয়ে বেঁচে আছে বলেই আশায় দিন কাটাচ্ছিলেন শানির মা।
সোমবার এক্স হ্যান্ডেলে ইজরায়েলের তরফে জানানো হয়েছে, “আমরা মর্মাহত। ২৩ বছরের জার্মান তরুণী শানি লুকের মৃত্যু হয়েছে। মিউজিক ফেস্টিভ্যাল থেকে তাঁকে অপহরণ করে হামাস জঙ্গিরা। অকথ্য অত্যাচার চালায় তাঁর উপর। গাজায় তাঁকে নিয়ে মিছিল করেছিল জঙ্গিরা। শানির স্মৃতি আমাদের কাছে আশীর্বাদ হয়ে থাকবে।”
We are devastated to share that the death of 23 year old German-Israeli Shani Luk was confirmed.
Shani who was kidnapped from a music festival and tortured and paraded around Gaza by Hamas terrorists, experienced unfathomable horrors.
Our hearts are broken 💔.
May her memory… pic.twitter.com/cs0ii4XH7e
— Israel ישראל 🇮🇱 (@Israel) October 30, 2023
#WATCH | Tel Aviv: Israeli government spokesperson Eylon Levy in an interview with ANI says, “At the moment, we know of at least 239 hostages. In Gaza, I say at least because we still have many missing persons and we don’t know whether they were abducted or whether Hamas simply… pic.twitter.com/BvJ3CdonnM
— ANI (@ANI) October 30, 2023
উল্লেখ্য, কয়েকদিন আগেই শানির মা রিচার্ডা লুক একটি ভিডিও বার্তায় দাবি করছিলেন যে, শানি এখনও জীবিত। তিনি জানিয়েছিলেন, “আমরা খবর পেয়েছি শানি জীবিত রয়েছে। তবে ওর মাথায় গুরুতর চোট লেগেছে। ওর পরিস্থিতি আশঙ্কাজনক। আমরা তাই বলতে চাই… বলতে নয়, দাবি জানাতে চাই, জার্মান প্রশাসন যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করে।” তার পর থেকে মেয়ের সুস্থ হয়ে ফিরে আসার আশায় দিনরাত প্রার্থনা করে গিয়েছেন রিচার্ডা।
বলে রাখা ভালো, গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে ভয়ঙ্কর হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। তার পর সাধারণ মানুষদের উপর তাদের নির্মম অত্যাচারের ছবি দেখে আতঙ্কিত হয়ে ওঠে গোটা বিশ্ব। প্রকাশ্যে এসেছিল শানির উপর হওয়া অত্যাচারের ভিডিও। যেখানে দেখা যায়, এক তরুণীর নগ্ন দেহ হামাস জঙ্গিরা পিকআপ ভ্যানে নিয়ে ঘোরাচ্ছে। পরে জানা যায় সেই তরুণী পেশায় ট্যাটু শিল্পী শানি লুক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.