Advertisement
Advertisement

Breaking News

কফিনবন্দি হয়ে দেশে ফিরছে জাভায় নিহত ভারতীয় পাইলটের দেহ

পরিবারের প্রতি সমবেদনা জানান বিদেশমন্ত্রী৷

Body of Bhavya Suneja's body returned
Published by: Sayani Sen
  • Posted:November 25, 2018 2:58 pm
  • Updated:November 25, 2018 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান ছাড়ার তেরো মিনিটের মধ্যেই ভেঙে পড়ে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার৷ সলিলসমাধি হয় পাইলট-সহ বিমানের ১৮৯ জন আরোহীর৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানের পাইলট ভব্য সুনেজার৷ ঘটনার প্রায় একমাসের মাথায় অবশেষে উদ্ধার হল ভারতীয় পাইলটের দেহ৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে একথা জানান৷ জাকার্তার ভারতীয় দূতাবাসে সুনেজার পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হবে৷

[জাভায় বিমান দুর্ঘটনায় ১৮৯ জনেরই মৃত্যুর আশঙ্কা, পাইলট ছিলেন এক ভারতীয়]

২৯ অক্টোবর সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে আকাশে ওড়ে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান৷ আকাশে ওড়ার মাত্র ১৩ মিনিট পর থেকেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ উধাও হয়ে যায় যাত্রীবাহী বিমানটি৷ বিমানের খোঁজে শুরু হয় তল্লাশি৷ আচমকাই খবর পাওয়া যায় সুমাত্রার দিকে রওনা দেওয়া ওই বিমানটি সমুদ্রের উপর ভেঙে পড়েছে৷ মারা যান বিমানে থাকা যাত্রীরা৷ খোঁজ পাওয়া যাচ্ছিল না ভারতীয় পাইলট ভব্য সুনেজার দেহের৷ অবশেষে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইটে একথা জানান৷ শোকপ্রকাশ করেন মন্ত্রী৷ 

Advertisement

[রাফালে ইস্যুতে নয়া অস্বস্তি মোদি সরকারের, এবার ফ্রান্সেও দায়ের মামলা]

ভব্য সুনেজার বয়স মাত্র ৩১ বছর৷ ৬০০০ ঘণ্টার বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে ওই চালকের৷ অল্প বয়সেই চাকরিতে মেলে সাফল্য৷ নানা এয়ারলাইন্স থেকে ডাক আসে তাঁর৷ তবে ভব্য ছিলেন একরোখা৷ বিদেশে চাকরি করতে মন চাইত না তাঁর৷ ভেবেছিলেন ২০১৮ সালে ইন্দোনেশিয়া থেকে ফিরে আসবেন৷ এরপর দেশেই চাকরি করবেন তিনি৷ মাত্র দেড় বছর আগে বিয়ে করেছিলেন সুনেজা৷ স্ত্রী গরিমা শেঠিকে নিয়ে ইন্দোনেশিয়াতেই থাকতেন তিনি৷ অন্যান্য পরিজন-প্রতিবেশীদের কথা দিয়েছিলেন খুব তাড়াতাড়ি দিল্লিতে আসবেন সুনেজা৷ কিন্তু সশরীরে আর বাড়ি ফিরে আসা হল না তাঁর৷ দেহ আসবে কফিনবন্দি হয়ে৷ জাকার্তার ভারতীয় দূতাবাসে পরিজনদের হাতে তুলে দেওয়া হবে সুনেজার দেহ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement