Advertisement
Advertisement
Nigeria

মর্মান্তিক ঘটনা নাইজেরিয়ায়, নৌকোডুবিতে মৃত্যু ১০৩ জন বরযাত্রীর

বাড়তে পারে মৃতের সংখ্যা, জানিয়েছে প্রশাসন।

Boat Carrying Wedding Guests Capsizes In Nigeria and Over 100 Dead | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:June 14, 2023 10:55 am
  • Updated:June 14, 2023 10:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে শেষে নদীপথে ফিরছিলেন বরযাত্রীর দল। ঘরে ফেরা হল না তাঁদের। গভীর জলে তলিয়ে গেল নৌকো। মৃত্যু হল ১০৩ জন যাত্রীর। ভয়বহ দুর্ঘটনা ঘটেছে আফ্রিকার (Africa) দেশ নাইজেরিয়ায় (Nigeria)। দুর্ঘটনার একাধিক কারণ অনুমান করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি, বর্ষার মরসুমে ব্যাপক বৃষ্টিপাতের কারণেও নৌকাডুবি হতে পারে। তবে এখনও সঠিক কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কাওয়ারা রাজ্যে। পাশের রাজ্য নাইজার থেকে যাত্রী বোঝাই নৌকোটি নদী পার হচ্ছিল। অধিকাংশই বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা বরযাত্রী। হইচই করে ফেরার পথে ডুবে যায় নৌকো। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। উদ্ধার করা হয়েছে ১০০ জনকে। কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নৌকোডুবিতে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০০ জনকে। উদ্ধারকাজ এখনও চলছে। এক বিবৃতিতে কাওয়ারা গভর্নরের অফিস বলেছে, “নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। ওই নৌকোতে ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন। স্থানগুলি পাতিগি জেলায় অবস্থিত।”

Advertisement

[আরও পড়ুন: ফের রক্তাক্ত মণিপুর, হিংসার বলি অন্তত ৯! গুরুতর আহত বহু]

প্রসঙ্গত, গত মাসেই উত্তরপূর্ব সোকোতো রাজ্যে নৌকোডুবির ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫টি শিশুর। নিখোঁজ হন ২৫ জন। গত বছর নদীতে আরও একটি দুর্ঘটনায় ২৯ শিশুর মৃত্যু হয়েছিল। গত বছরের ডিসেম্বর মাসে আনাম্ব্রায় অতিরিক্ত বর্ষার সময় নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭৬ জনের। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement