সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসে হইহই করে পালন হয়েছে হ্যালোইন। সেখানেই দেখা গেল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো পোশাকে সেজেছে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের ছেলে। গত দেড় বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধে জেলেনস্কি বাহিনীর পাশে রয়েছে ওয়াশিংটন। এবার উৎসব উদযাপনেও কিয়েভের প্রতি নিজেদের সমর্থনকে আরও একবার তুলে ধরা হল।
হ্যালোইন উপলক্ষে হোয়াইট হাউসে (White House) আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই দেখা যায় অভিনব সাজে অনুষ্ঠানে যোগ দিয়েছে অ্যান্টনি ব্লিঙ্কেনের (Antony Blinken) দুই সন্তান। মার্কিন সচিবের ছেলের পরনে ছিল জেলেনস্কি মতো পোশাক। গাঢ় সবুজ রঙয়ের সোয়েট শার্ট। অন্যদিকে, মেয়ের পরনে ছিল নীল-হলুদ রঙের পোশাক। যা দেখতে ইউক্রেনের পতাকার মতো। এই প্রেক্ষিতে, বিশ্লেষকদের একাংশ মনে করছেন, উৎসব উদযাপনেও কিয়েভের প্রতি নিজেদের সমর্থনকে প্রদর্শন করে রাশিয়াকে বার্তা দিতে চেয়েছে আমেরিকা।
এদিকে, আক্রমণ পালটা আক্রমণে এখনও বজায় রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঝাঁজ। শুরুর দিকে বিপাকে পড়লেও গত কয়েক মাসে মস্কোকে পালটা মার দিয়ে রণক্ষেত্রের ছবি বদলে দিয়েছে কিয়েভ। এর পিছনে মদত রয়েছে আমেরিকার (US)। রুশ সেনাবাহিনীকে পরাস্ত করতে শক্তি জুগিয়ে যাচ্ছে ওয়াশিংটন। সেপ্টেম্বর মাসেই ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। খতিয়ে দেখেন যুদ্ধ পরিস্থিতি। ‘কাউন্টার অফেন্সিভ’-এর তীব্রতা আরও শক্তিশালী করতে একশো কোটি ডলারের সামরিক প্যাকেজ ঘোষণা করেছেন তিনি।
উল্লেখ্য, এর আগেও ইউক্রেনকে ৭৭৫ মিলিয়ন (৭৭ কোটি ৫০) ডলারের অস্ত্র দিয়েছিল আমেরিকা। জেলেনস্কি বাহিনীকে অত্যাধুনিক হিমারস রকেট সিস্টেম, কামান ও ল্যান্ড মাইন খোঁজার যন্ত্র দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই প্যাকেজে ছিল ১৫টি স্ক্যান ঈগল ড্রোন, ৪০টি মাইন প্রোটেক্টেড গাড়ি, ১ হাজার ৫০০টি গাইডেড মিসাইলও। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে এই প্যাকেজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন এক শীর্ষ আমলা। এই আবহে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সংঘাতের ক্রমেই বাড়ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.