সুকুমার সরকার, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে ককটেল বোমা ফেটে তীব্র আতঙ্ক ছড়াল। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে পরপর দু’টি ককটেল বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে ৮৪ ও ৮৬ নম্বর সড়ক এবং এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণস্থলের অদূরে ৮৬ নম্বর সড়কের মাঝামাঝি বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের আনুমানিক চারশ’ গজ উত্তরে ৮৪ নম্বর সড়কের মাথায় পরপর দু’টি ককটেল বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। তবে বিস্ফোরণের সময় খালেদা জিয়া কার্যালয়ে ছিলেন না। তাঁর আসার কথা ছিল। তাঁর প্রবেশের আনুমানিক পাঁচ মিনিট আগে বিস্ফোরণটি ঘটে।
অন্যদিকে, এদিনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টটি ভেরিফায়েড হয়েছে। মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ বিএনপির চেয়ারপারসনের অ্যাকাউন্ট ভেরিফাই করে। গত বছরের পয়লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টের (BegumZiaBd) আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.