সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। শুক্রবার বালোচিস্তানের কোয়েটা শহরের মুসতাঙ এলাকায় নামাজের পর জোরাল বিস্ফোরণ ঘটে। সরকারি মতে, ঘটনায় এখনও অবধি মৃতের সংখ্যা ২৫। আহত একাধিক। আহতদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সেনেটের ডেপুটি চেয়ারম্যান মৌলানা গফুর হায়দারি। যদিও তাঁর চোট খুব গুরুতর নয়। হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপরেই জামাত-এ-ইসলামি দলের নেতা গফুর সংবাদমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণটি খুবই জোরাল ছিল।’
জানা গিয়েছে, এদিন নামাজ চলাকালীন মুসতং এলাকায় অবস্থিত একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল হায়দারির কনভয়। তখনই বিস্ফোরণটি ঘটে। সন্দেহ করা হচ্ছে, হায়দারিকে হত্যা করার জন্যই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। পাশাপাশি অনুমান করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। মুসতাংয়ের এক পুলিশ আধিকারিকের মতে, ‘মৌলানা আবদুল গফুর বিস্ফোরণে আহত হলেও আপাতত আশঙ্কার কোনও কারণ নেই। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য কোয়েটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গোটা এলাকা ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে। এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। একজন ফিদায়েঁ জঙ্গি এসে গাড়িতে ধাক্কা মারে। তারপরেই বিস্ফোরণটি ঘটে।’
বিভিন্ন রাজনৈতিক মহল থেকেই গোটা ঘটনার নিন্দা করা হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসারও নিন্দা করেছেন এই ঘটনার। পাশাপাশি বালোচিস্তান পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন। প্রসঙ্গত, মাঝে মধ্যেই জঙ্গি আক্রমণের ঘটনা ঘটে থাকে বালোচিস্তান প্রদেশে। যদিও এই ঘটনার পিছনে কারা দায়ী সেটা এখনও জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠনই এই ঘটনার দায়স্বীকার করেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.